ক্রাইমবার্তা রিপোট:সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুর উপজেলা খাতামধুপুর ইউনিয়নের খিয়ারজুম্মার আতিকের ইটভাটা সংলগ্ন ধানখেতে বক শিকার করা অবস্থায় থানা পুলিশ শিকারীকে আটক করেছে। বৃহস্পতিবার ১ নভেম্বর সকাল ৯টায় নীলফামারী সদরের রামকলা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে আতিয়ার (৪৫) ধানক্ষেতে বক শিকার করছিলো। ওইদিক দিয়ে আসা সেতুবন্ধনের সভাপতি ও পাখি প্রেমিক আলমগীর হোসেনের চোখে পড়ে। তিনি সতর্ক করলেও তা কর্ণপাত না করার পরে সৈয়দপুর থানাকে অবগত করেন। থানা ফোর্স নিয়ে পাখি শিকারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে দেওয়া হয়।
বন্যপ্রাণি আই ন২০১২ ৫(১) ও ৭ ধারা লংঘনের দায়ে ২৬ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কশিনার (ভূমি) আহমেদ মাহবুব-উল-ইসলাম। পরে বক ৬টিকে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়। পাখি শিকারীর মালামালগুলো পুড়িয়ে দেওয়া হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, পাখি শিকারীকে নীলফামারী কারাগারে প্রেরণ করা হয়েছে।
Check Also
সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …