ক্রাইমবার্তা রিপোট:সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুর উপজেলা খাতামধুপুর ইউনিয়নের খিয়ারজুম্মার আতিকের ইটভাটা সংলগ্ন ধানখেতে বক শিকার করা অবস্থায় থানা পুলিশ শিকারীকে আটক করেছে। বৃহস্পতিবার ১ নভেম্বর সকাল ৯টায় নীলফামারী সদরের রামকলা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে আতিয়ার (৪৫) ধানক্ষেতে বক শিকার করছিলো। ওইদিক দিয়ে আসা সেতুবন্ধনের সভাপতি ও পাখি প্রেমিক আলমগীর হোসেনের চোখে পড়ে। তিনি সতর্ক করলেও তা কর্ণপাত না করার পরে সৈয়দপুর থানাকে অবগত করেন। থানা ফোর্স নিয়ে পাখি শিকারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে দেওয়া হয়।
বন্যপ্রাণি আই ন২০১২ ৫(১) ও ৭ ধারা লংঘনের দায়ে ২৬ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কশিনার (ভূমি) আহমেদ মাহবুব-উল-ইসলাম। পরে বক ৬টিকে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়। পাখি শিকারীর মালামালগুলো পুড়িয়ে দেওয়া হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, পাখি শিকারীকে নীলফামারী কারাগারে প্রেরণ করা হয়েছে।
Check Also
আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …