ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:বিপিএলে আজ বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ ম্যাচে রাজশাহী কিংসকে হারিয়েছে বরিশাল বুলস। ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলের তিনে যাওয়ার সুযোগ ছিল ড্যারেন স্যামির দলের। মিরপুরে আগে ব্যাট করে বরিশালের করা ১৬১ রানের জবাবে ১৪৪ রানে থামে ঢাকার ইনিংস। ১৭ রানে পরাজয়ের ফলে রাজশাহীর সুপারে ফোরে যাওয়ার স্বপ্ন আরো কঠিন হয়ে গেল। অন্যদিকে এই ম্যাচে জয়ের ফলে পয়েন্ট টেবিলে সবার শেষে থাকা বরিশাল কুমিল্লাকে টপকে ছয়ে উঠেছে।
আগে ব্যাট করতে নেমে ৭ রানে প্রথম উইকেট পড়লেও দ্বিতীয় উইকেটে ডেভিড মালান ও স্থানীয় ক্রিকেটার ফজলে মাহমুদের ১০০ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় বরিশাল। মালান ৫৬ ও মাহমুদ ৪৩ রান করে আউট হয়। শেষ দিকে থিসারা পেরারা ২৯ ও শাহরিয়ার নাফিস ১৬ রান করেন। বিশ ওভার শেষে তাদের সংগ্রহ দাড়ায় ৪ উইকেটে ১৬১।
জবাবে সামিত প্যাটেলের ৬২ রানেই ইনিংসে ভর করে লড়াই করে রাজশাহী কিংস। তবে অন্য ব্যাটসম্যানরা তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। শেষ ওভারে রাজশাহীর দরকার ছিল ২৮ রান। ২য় ও তয় বলে স্যামি একটি চার ও একটি ছক্কা হাকালে জমে উঠে ম্যাচ। কিন্তু এরপর আর তাকে কোন সুযোগ দেননি বরিশালের হয়ে শেষ ওভারটি করতে আসা থিসারা পেরেরা।
২৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন বরিশালের রিয়াদ এমরিত।