ক্রাইমবার্তা রিপোট: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনায় সরকারী দলের নেতাকমীদের বাচাতে সব দোষ ওসির উপর চাপানো হচ্ছে।প্রতিরোধে দূরদর্শিতার অভাব থাকায় ওই সময়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাদেরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। জেলা পুলিশ গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এ সুপারিশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই আওয়ামী লীগ নেতার দ্বন্দ্ব কাজে লাগায়একটি মহল। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলেই তারা হামলায় ইন্ধন দেয়। বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ও তদন্ত কমিটির প্রধান মো. ইকবাল হোসাইন বলেন, ‘হামলার ঘটনায় পুলিশের কোনো গাফিলতি ছিল বলে তদন্ত করতে গিয়ে আমার কাছে মনে হয়নি। তবে যতটুকু মনে হয়েছে, পুলিশ আরও দূরদর্শী হলে সেদিনের ঘটনা কিংবা ক্ষয়ক্ষতি এড়ানো যেত।’
এদিকে হামলার ঘটনায় গ্রেফতার হওয়া আল-আমিন সাইবার পয়েন্ট ও স্টুডিও মালিক মো. জাহাঙ্গীর আলমের রিমান্ড অব্যাহত আছে। তবে রিমান্ডে তিনি মুখ খুলছেন না। হামলার বিষয়ে তিনি তথ্য দিলেও ফেসবুকে ছবি পোস্টের বিষয়ে গতকাল বুধবার সন্ধ্যা নাগাদ তার কাছ থেকে কোনো তথ্য পায়নি পুলিশ।
অন্যদিকে সম্প্রীতির লক্ষ্যে নাসিরনগরে বাউল গানের আয়োজন করা হচ্ছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নাসিরপুর গ্রামে বাউল গানের আসর অনুষ্ঠিত হবে। এর আগে গত মঙ্গলবার রাতে নাসিরনগরের গৌর মন্দিরে বাউল গান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। পুলিশের তদন্ত রিপোর্টে বলা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (সাময়িক বহিষ্কৃত) মো. ফারুক ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা দেওয়ান আতিকুর রহমান আঁখির মধ্যে বিরোধ দেখা দেয়। এ বিরোধকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে রসরাজের ঘটনা ব্যবহার করে হরিপুরের বিএনপি নেতা জামাল মিয়া ও বিল্লাল মিয়া।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ফেসবুকে ইসলাম ধর্মকে অবমাননা করে ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট দেওয়ার অভিযোগে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাসকে (৩০) এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ওইদিন রাতেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে নাসিরনগর থানায় একটি মামলা করে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে হামলার ঘটনায় বহুল আলোচিত ‘আল আমিন সাইবার পয়েন্ট’ এর কর্ণধার বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম-(৩০) এবং বিএনপি নেতা বিল্লাল হোসেন রয়েছেন। গত সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কালাইশ্রীপাড়া থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুর ১২টায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের আদালতে সোপর্দ করলে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে ২ নভেম্বর ওসিকে প্রত্যহার করা হয় ।
ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে হামলা: নাসিরনগরের ওসি প্রত্যাহার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনায় ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদেরকে প্রত্যাহার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরেজমিন পরিদর্শন করেন মানবাধিকারকর্মী ও তত্ত্বাবধায়েক সরকারের সাবেক উপদেষ্ঠা এডভোকেট সুলতানা কামালের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল।
তিনি ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের বিচার দাবি করেছেন।
গত শুক্রবার উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রসরাজ দাস (২৭) নামে এক যুবকের ফেসবুকে পোস্টে ধর্ম অবমাননার অভিযোগ এনে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে।
তবে রসরাজ এ অভিযোগ অস্বীকার করে বলেন, তার ফেসবুক অাইডি নকল করে অন্য কেউ এই কাজ করেছে।
রোববার এর প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামায়াত নামের দুটি সংগঠন সমাবেশ করে। সেই সমাবেশ চলাকালে সদরের হিন্দুপাড়াগুলোতে হামলা চালানো । সেই দিনের সংবাদ।