ক্রাইমবার্তা রিপোট:আলমগীর হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুরের রায়পুর থেকে অপহরণের ২৯দিন পর ৪ বছরের শিশু আবদুল্লাহকে চাঁদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের মহামায়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো- লক্ষ্মীপুরের রায়পুরের ভুঁইয়ারহাট এলাকার মৃত হারুনুর রশিদের ছেলে রাজু হোসেন ইমন ও চাঁদপুরের মহামায়া এলাকার বাসিন্দা হারুনুর রশিদের স্ত্রী ফরিদা ইয়াসমীন।
বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রেফিংয়ে পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন এ তথ্য জানান, এসময় তিনি বলেন গত ২ নভেম্বর লক্ষ্মীপুরের রায়পুরের নিজ বাড়ি থেকে শিশু আবদুল্লাহকে তার চাচাতো ভাই রাজু হোসেন ও স্থানীয় এক নারী ইউপি সদস্য অপহরন করে। পরে চাঁদপুরের মহামায়া এলাকার ফরিদা ইয়াসমীনের কাছে ত্রিশহাজার টাকা বিক্রি করে দেয়। এ ঘটনায় গত ৩ নভেম্বর রায়পুর থানায় জিডি করে অপহৃত শিশুর মা আমেনা বেগম। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের মহামায়া থেকে ফরিদা ইয়াসমীন নামে এক নারীর বাসা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। এসময় ফরিদা ইয়াসমিনসহ অপহৃত শিশুর চাচাতো ভাই রাজু হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতী চলছে বলে জানান পুলিশ সুপার।
এদিকে প্রায় ১ মাস পর শিশুটিকে ফেরৎ পেয়ে তার মা ও বাবা আনন্দে আত্বহারা বলে তাদের অনভুতি প্রকাশ করেন।
Check Also
যশোরে মধুমেলার জায়গা বরাদ্দ নিয়ে বিএনপির দুগ্রুপের হাতাহাতি
যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত’র ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী ‘মধুমেলা’র জায়গা ও ইভেন্ট বরাদ্দের উন্মুক্ত …