ক্রাইমবার্তা রিপোট: হরিণ শিকারে জড়িত অভিযোগে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে আটজনকে গ্রেপ্তার করেছেন সুন্দরবন স্মার্ট পেট্রোল টিম ও কদমতলা বন অফিসের সদস্যরা। গতকাল বুধবার ভোর চারটার দিকে সুন্দরবনের কদমতলা বন অফিস-সংলগ্ন ৫১ নম্বর কম্পার্টমেন্টের আওতায় মালঞ্চ নদ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ফাঁদ, চারটি নৌকা ও মাছ ধরা জালসহ আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করা হয়। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা বন স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মালঞ্চ নদ থেকে সুন্দরবনে ঢুকে হরিণ শিকার করার চেষ্টাকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …