ক্রাইমবার্তা রিপোট:শেখ কামরুল ইসলাম:১লা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবসের দাবীতে গতকাল বৃহস্পতিবার র্যালী ও আলোচনা সভা করেছে সাতক্ষীরার মুক্তিযোদ্ধারা। জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের পক্ষ থেকে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলেক্ষ বেলা সাড়ে ১১টায় জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সামনে থেকে শহরে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা ডেপুটি কমান্ডার শফিক আহমেদ, উপজেলা সহকারী কমান্ডার আব্দুল করিম, বৈকারী ইউনিয়ন কমান্ডার আব্দুস সামাদ, উপজেলা সহকারী কমান্ডার ক্রীড়া ও সাহিত্য ইমান আলী, বাঁশদহা ইউনিয়ন কমান্ডার আব্দুল লতিফ প্রমুখ।
এসময় বক্তরা বলেন, আমরা যে জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম তার অনেক কিছু আজও বাস্তবায়ন হয়নি। বাংলার স্বাধীন মাটিতে আজও অনেক যুদ্ধাপরাধী বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, এটি আমাদের জন্য বড়ই কষ্টের। সকল যুদ্ধাপরাধীদের শাস্তির দাবী জানিয়ে বক্তরা ১লা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করার জোর দাবী জানান।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …