ক্রাইমবার্তা রিপোট:লম্পটকে ৩০ হাজার টাকা জরিমানার করার মাধ্যমে ৬ষ্ঠ শ্রেনী পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণচেষ্টার ঘটনায় মাতব্বরা আপসরফা করেছেন বলে জানা গেছে ।
বৃহস্পতিবার রাতে মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামের স্কুল পড়ু–য়া ওই কিশোরীকে পৌর এলাকার মিনাজদী গ্রামের মজিবর কবিরাজের ছেলে এনামুল কবিরাজ প্রথমে মোবাইলে প্রেম নিবেদন করে।
এতে সাড়া না দিলে কিশোরী ওপর ক্ষিপ্ত হয় এনামুল। মঙ্গলবার রাতে সে ওই কিশোরীর বাড়িতে গিয়ে তাকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। তখন কিশোরীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে সে পালিয়ে যায়।
পরে স্থানীয় মাতব্বর হারুন অর রশিদ, হাবিবুর রহমান মোল্লা, সরোয়ার মাতুব্বরসহ বেশ কয়েকজন মিলে কিশোরী ও অভিযুক্তের পক্ষকে চাপ দিয়ে সালিশে বসতে বাধ্য করে।
সালিশে এনামুলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ জরিমানা গ্রহণ করে সালিশ মেনে নেয়ার কথা জানিয়েছেন কিশোরীর বাবা।
এবিষয়ে মাতুব্বর হারুন অর রশিদের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ফরহাদ হোসেন মাতুব্বর বলেন, এ ঘটনায় আমাদের ইউপির সাবেক চেয়ারম্যান হারুন মাতুব্বর ও গোপালপুর স্কুলের শিক্ষক হাবিবুর রহমান মোল্লাসহ কয়েকজন মিলে লম্পটকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।