ক্রাইমবার্তা রিপোট:বেনাপোল প্রতিনিধি
শার্শা উপজেলার মহিয়াকুড়া গ্রামে নিজ বাড়ীতে বোমা তৈরীর সময় বোমা বিস্ফোরনে আহত হয়েছে বোমা তৈরীর কারিকর আশানুর(২৫) নামে এক যুবক। আহত যুবক একই গ্রামের আব্দুর রশীদের ছেলে।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মহিষাকুড়া গ্রামে। খবর পেয়ে শার্শা থানার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই হাবিবুর রহমান ঘটনাস্থল থেকে আহত আশানুরকে আটক করে।এ সময় সেখান থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল, ২টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি এবং ১০টি হাত বোমা।আহত আশানুর যশোর ২৫০ শয্যা হাসপাতালে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন রয়েছে।তার অবস্থা আশংকাজনক।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান বোমা বিস্ফোরনে তার হাতের কব্জি উড়ে গেছে।সে একজন পেশাদার সন্ত্রাসী।ঘটনা স্থল থেকে বোমা তৈরীর কারিকর আহত আশানুরকে আটক করা হয়েছে।এ সময় আরো ১০/১২জন সঙ্গি পালিয়ে যায়।এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে।
Check Also
সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …