সুুন্দরবনে ট্যুরিস্ট লঞ্চে আগুন

ক্রাইমবার্তা রিপোট:বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া বন অফিসের সামনে নোঙর করে রাখা এক যাত্রীবাহী  ট্যুরিস্ট লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সুুন্দরবনে ট্যুরিস্ট লঞ্চে আগুন

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় পেলিকন-১ নামের ওই ট্যুরিস্ট লঞ্চে ২৬ জনের মতো পর্যটক ছিল। তবে লঞ্চে আগুন লাগার ঘটনায় কোনো ট্যুরিস্ট হতাহত হয়নি। তাদের সকলকেই হাড়বাড়িয়া ক্যাম্পে নিরাপদে সরিয়ে নিয়েছে বন বিভাগ।

পূর্ব সুন্দরবনের ডিএফও মো. সাইদুল ইসলাম জানান, সন্ধ্যা পৌনে ৭টায় সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকায় নোঙর করে রাখা ট্যুরিস্ট পেলিকন-১ লঞ্চে আগুন লাগে। আগুন লাগার পরপরই বনবিভাগের লোকজন লঞ্চে থাকা ২৬ পর্যটককে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

বর্তমানে লঞ্চটি আগুন জ্বলছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনবিভাগ ও কোস্টগার্ডের উদ্ধার যান ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

Check Also

ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার বর্ষপূর্তি উদযাপন ও কমিটি গঠন 

সভাপতি মোঃ আব্দুর রহিম (জনতা ব্যাংক), সম্পাদক কবির উদ্দিন (আল আরাফাহ ইসলামি ব্যাংক) আব্দুল্লাহ আল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।