ক্রাইমবার্তা রিপোট:জিয়ারুল ইসলামঃ- কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের পুটিমারী গ্রামে প্রায় ৩৬৮ জনের পরিবারকে নতুন করে বিদ্যুৎ সংযোগ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক (ইনু)।
শুক্রবার বিকেলে পুটিমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কুর্শা ইউনিয়ন জাসদের সভাপতি জামিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন, তথ্যমন্ত্রী হাসানুল হক (ইনু)। প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, দেশ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের কাছে নির্বাচনী ইস্তেহারে বলেছিলেন, প্রতিটি ঘড়ে ঘড়ে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থাা করবেন। ইতোমধ্যে দেশের অনেক গ্রামে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ হয়েছে। বাকীগুলো অতিদ্রুত সম্পূর্ণ হবে বলে আমরা আশাবাদী। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের নেতা তাকে বর্জন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহব্বান জানান মন্ত্রী। মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রীর বিশেষ প্রতিনিধি আহম্মদ আলীর পরিচালনায় এ আরো বক্তব্য রাখেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন. জেলা জাসদের সাধারন সম্পাদক আব্দুল আলীম স্বপন, মিরপুর উপজেলা জাসদের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমার আলী।
এসময় জাসদ কেন্ত্রীয় কমিটির অন্যতম নেতা মোহাম্মদ আব্দুল্লা, কুষ্টিয়া জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হারুন-অর-রশিদ, কুষ্টিয়া পল্লী ািবদ্যুৎ সমিতির সভাপতি আমিরুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা জাসদের সভাপতি শবেদ আলী বিশ্বাস, ভেড়ামারা সার্কেলের সিনিয়র অফিসার কামরুল হাসান, মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন আহমেদ, মিরপুর উপজেলা জাসদের সহ-সভাপতি ও আমবাড়িয়া ইউনিয়ন পারিষদের চেয়ারম্যান মশিউর রহমান মিলন, ছাতিয়ান ইউনিয়ন জাসদের নেতা আব্দুল জলিল রতন, সাইদুর রহমান, ফজলুল হক জোয়ার্দার, মিরপুর উপজেলা ছাত্রলীগের(জাসদ) সাধারন সম্পাদক নাজমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রী মহোদয়ের হাতে ফুলেল শুভেচ্ছাসহ জাসদের যোগদান করেন, নাছিমা খাতুন এবং জনি আহম্মেদের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতা কর্মী।