ক্রাইমবার্তা রিপোট:নাজমুল আলম মুন্না, সাতক্ষীরা। টেকসই ভবিষ্যৎ গড়ি, ১৭ টি লক্ষ অর্জন করি এই প্রতিপাদ্যকে ধারন করে সাতক্ষীরা জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে শনিবার সকাল সাড়ে নয়টায় শহীদ আঃ রাজ্জাক পার্ক হতে এক বর্নাঢ্য রেলি আরম্ভ হয়ে শহর প্রদক্ষিন করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক দেবাশিস সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
রেলি এবং সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার ডেপুটি কমিশনার আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। তিনি বলেন প্রতিবন্ধীরা বোঝা নয় দক্ষ জনশক্তিতে পরিনতি হয়ে উঠুক। এজন্য তাদেরকে দক্ষতা অর্জন করার বিষয়ে পদক্ষেপ নিতে হবে। তাদেরকে স্কুলে পাঠাতে হবে কারন দক্ষ হতে হলে শিক্ষা দরকার, বর্তমানে অনেকের হাত নাই তবুও তারা পা দিয়ে লিখে সর্ব্বোচ ডিগ্রি অর্জন করেছে। সরকার প্রতিবন্ধীদের জন্য বিশেষ বরাদ্দ রেখেছেন যেটা চলমান রয়েছে।।
সহকারি পরিচালক মোঃ হারুন অর রশিদর সন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আছাদুজ্জান বাবু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূর হোসেন সজল ও এম এ বারী। আরও বক্তব্য রাখেন প্রতিবন্ধী কর্মকর্তা তুলশি কুমার পাল, শ্যামল বিশ্বাস, এম রফিক, প্রতিবন্ধী উজ্জ্বল ও আবুল কালাম আজাদ প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বরসা’র সহয়োগিতায়২০টি পুরস্কার বিতরন করা হয়।।
Check Also
সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …