ক্রাইমবার্তা রিপোট:অজয় কুন্ডু, মাদারীপুর:
মাদারীপুরে আব্দুল সালাম চোকদার নামে এক মুক্তিযোদ্ধার বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোর রাতে সদর উপজেলার উত্তর দুধখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, স্বাধীনতা যুদ্ধের পর বাহাদুরপুর থেকে জমি ক্রয় করে দুধখালীতে বসবাস করে আসছেন মুক্তিযোদ্ধা আব্দুল সালাম চোকদার। এরপর থেকে স্থানীয় ভুমিদস্যু আলী সরদার ও লোকমান সরদার বিভিন্ন সময় তার পরিবারকে হুমকি দিচ্ছে। এ নিয়ে আদালত ও থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। এর জের হিসেবে রাতে পেট্রোল দিয়ে ওই মুক্তিযোদ্ধার বসতঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসলেও বসতঘরে থাকা সকল মালামাল পুড়ে যায়। এতে আশ্রয়হীন হয়ে পড়েছে মুক্তিযোদ্ধার পরিবার। এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় মুক্তিযোদ্ধার পরিবারকে আইনগত সহযোগিতা দেয়া হবে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Check Also
আশাশুনিতে শোভনালী ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন
স্টাফ রিপোর্টার :আশাশুনির শোভনালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।সোমবার (১৮ নভেম্বর) বিকাল …