মানবাধিকার সংস্থা ফোর্টিফাই রাইটসের আহ্বান রোহিঙ্গা গণহত্যা বন্ধে এখনই পদক্ষেপ নিন

ক্রাইমবার্তা ডেস্ক রিপোট:যদি এখনই পদেক্ষপ না নেওয়া হয়, তাহলে মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা বন্ধ করা সম্ভব হবে না। এমনই অভিমত ব্যক্ত করেছে ফোর্টিফাই রাইটস নামে একটি মানবাধিকার সংস্থা। এদিকে গতকাল শুক্রবার সংঘাতময় রাখাইন রাজ্যে সফরে গিয়ে বৌদ্ধদের বিক্ষোভের মুখে পড়েন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। খবর আলজাজিরা ও রয়াটার্সের।

অক্টোবর থেকে রোহিঙ্গা মুসলিমদের ওপর ব্যাপক নির্যাতন চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী ও সীমান্ত রক্ষীবাহিনী বিজিপি। এরই মধ্যে অন্তত শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছেন। অন্তত ৩০ হাজার রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়েছেন। জাতিসংঘ বলছে, অন্তত ১০ হাজার রোহিঙ্গা পাড়ি জমিয়েছে বাংলাদেশে। এমন সময় দেশটির কথিত গণতন্ত্রপন্থি নেতা অং সান সু চি নীরব রয়েছেন। অনেকেই বলছেন, তার নোবেল শান্তি পদক ফিরিয়ে নেওয়া হোক। ফোর্টিফাই রাইটসের মুখপাত্র ম্যাথিউ স্মিথ বলেছেন, ‘ঠিক কত বছর ধরে রোহিঙ্গাদের নির্যাতন করা হচ্ছে, আমরা জানি না। তবে অক্টোবর থেকে রীতিমতো গণহত্যা চলছে। এটা থামাতে হলে যা করার এখনই করতে হবে।’

রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনযজ্ঞের ঘটনায় মিয়ানমার সফরে রয়েছেন কফি আনান। শুক্রবার তিনি রাখাইন রাজ্য পরিদর্শন করেন। এ সময় উগ্রপন্থি বৌদ্ধরা বিােভ করে। বিক্ষোভকারীদের একজন বলেন, ‘রাখাইন রাজ্যে যা ঘটছে সেটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে আমরা বিদেশিদের হস্তপে চাই না।’

Check Also

এমপি জগলুলের ভাই জহিরুল হায়দার বাবু গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগর ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম জরুহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।