ক্রাইমবার্তা রিপোট: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় কোচিং ক্লাস করার সময় নুসরাত জাহান মিম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবর পেয়ে ভয়ে ও আতঙ্কিত হয়ে বিদ্যালয়ের পাঁচ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে।
আজ শনিবার উপজেলার সোহাগপাড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিদ্যালয়ে চলমান বার্ষিক পরীক্ষা আজকের জন্য স্থগিত করা হয়েছে। নুসরাত জাহান মিমের পিতার নাম মো. লোকমান হোসেন। তাদের বাড়ি মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের ভরপাড়া গ্রামে।
জানা গেছে, নুসরাত সোহাগপাড়া উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার ছাত্রী। তার এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
বিদ্যালয়ের শিক্ষকরা জানায়, নুসরাত ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির পর থেকেই অসুস্থ ছিল। আগে তার পেটে টিউমার অপারেশন হয়েছিল। আজ সকালে কোচিং ক্লাসে এলে হঠাৎ অসুস্থ হয়ে মুখ দিয়ে লালার মত বের হয়। পরে দ্রুত তাকে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে পথেই সে মারা যায়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে আরো পাঁচ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে পলি নামে এক ছাত্রীকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নুসরাতের পিতা লোকমান জানিয়েছেন, কেন যে তার মেয়ে হঠাৎ এভাবে মারা গেল তা তিনিও ঠিকমত বুঝতে পারছেন না।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন বলেন, নুসরাত জাহান মিম অনেক আগে থেকেই অসুস্থ ছিল। তারপরও নুসরাতের মৃত্যুর কারণটি তদন্ত করা হচ্ছে।