ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৪০তম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে তামিম-গেইলের চিটাগং ভাইকিংস। এ আসরে প্লে-অফ নিশ্চিত করতে এ ম্যাচটি দু’দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
শনিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি সাব্বির-স্যামির রাজশাহী কিংসের বিপক্ষে তামিম-গেইলের চিটাগং ভাইকিংস। এর আগে দু’দলের প্রথম দেখায় তামিম ইকবালের চিটাগং ১৯ রানে জয় পেয়েছিল।
চিটাগং এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ছয়টি জয় ও পাঁচ হারে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে। লিগ টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে গেইল-আনামুলরা। শেষ ম্যাচে দলটি অবশ্য ঢাকা ডায়নামাইটমসের বিপক্ষে হেরেছে। সমান ম্যাচে আট জয়ে শীর্ষে আছে ঢাকা।
এদিকে খুব ভালো অবস্থানে নেই রাজশাহী কিংস। ১১ ম্যাচে পাঁচ জয় ও ছয় হারে ১০ পয়েন্ট পেয়েছে সাব্বির রহমানরা। পয়েন্ট টেবিলে দলটির অবস্থান চারে হলেও শেষ ম্যাচে তারা হেরেছে।
এদিকে দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ২৯ রানের পরাজয়ে এবারের বিপিএলের আসর শেষ করেছে মুশফিকুর রহিমের বরিশাল বুলস। বরিশালের বিদায়ী ম্যাচে জয় পাওয়ায় পরের রাউন্ডের জন্য রংপুর রাইডার্স নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখলো।