ই-মেইলে পাঠানো অভিযোগে তরুণী জানান, চলতি বছরের মার্চ মাসের দিকে দিল্লির এক পাঁচ তারকা হোটেলে তিনি তার টুরিস্ট গাইড ও তার চার সহযোগীর হাতে গণধর্ষণের শিকার হয়েছেন।
আমেরিকান ওই তরুণীর অভিযোগ, ভারতে বেড়াতে এসে কর্ণাটকের এক পাঁচ তারকা হোটেলে অবস্থান করেন তিনি। এসময় ঘুরে বেড়ানোর জন্য হোটেল কর্তৃপক্ষের পরামর্শে একটি টুরিস্ট এজেন্সি থেকে গাইড সংগ্রহ করেন। একদিন বেড়ানো বিষয়ক পরিকল্পনা করার কথা বলে ওই গাইড কয়েকজন সহযোগিসহ হোটেল কক্ষে এসে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় দারুণভাবে মানসিক আঘাত পেয়ে ওই তরুণী কাউকে কিছু না জানিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। পরবর্তী সময়ে দোষীদের বিচার দাবিতে তিনি ই-মেইলে অভিযোগ করেন।
ওই ই-মেইল বার্তায় লিখিতভাবে অভিযোগ দায়েরের জন্য তিনি ভারতে আসবেন বলেও জানান।
পুলিশের পক্ষ থেকেও ই-মেইলে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের অ্যাম্বেসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানিয়েছে দিল্লি পুলিশ।