লা লিগায় মহাযুদ্ধ আজ

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:তিন বছরের ব্যবধানে স্পেনে প্রতিষ্ঠা পায় ক্লাব দুটি। ১৮৯৯ সালে ফুটবল পায়ে যাত্রা করে এফসি বার্সেলোনা। আর ১৯০২ সালে আবির্ভাব রিয়াল মাদ্রিদের। ১৯০২ সালে প্রথমবার মুখোমুখি হয় দল দুটি। কালক্রমে স্পেনে দল দুটি হয়ে ওঠে বড় প্রতিদ্বন্দ্বী। আর এ দুদলের লড়াইয়ে উন্মাদনা ছড়ায় বিশ্বজুড়ে। স্প্যানিশ এল ক্লাসিকোতে আজ মাঠে নামছে এফসি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার ন্যু ক্যাম্প মাঠে খেলা শুরুর বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায়। রিয়াল-বার্সা ম্যাচে দর্শকদের প্রথম নজরটা থাকে বিশ্বসেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দিকেই। গত টানা আটবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার উঠেছে এ দুই তারকার হাতে।

বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি এ পুরস্কার জিতে নিয়েছেন রেকর্ড পাঁচবার। রোনালদোর ঝুলিতে রয়েছে এমন তিন খেতাব। আর চলতি লা লিগায় উভয়ের ফর্মটা টাটকাই। আসরে সর্বোচ্চ ১০ গোলের নায়ক রোনালদো। এক গোল কম নিয়ে রোনালদো ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মেসি। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে লড়াইয়ে নামার আগে দু’দলের চিত্রটা ভিন্ন। চলতি লা লিগার ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে উড়ন্ত ফর্মের রিয়াল মাদ্রিদ। আর বার্সেলোনার সাম্প্রতিক নৈপুণ্যটা ভক্তদের কাছে হতাশার। শেষে তিন ম্যাচেই হোঁচট খেতে দেখা যায় কাতালান দলটিকে। স্প্যানিশ লা লিগায় টানা দুই ম্যাচে মালাগা (০-০) ও রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ১-১ গোলের ড্রতে পয়েন্ট খোয়ায় বার্সেলোনা। আর স্প্যানিশ কোপা দেল রের সর্বশেষ ম্যাচে পুঁচকে দল হারকিউলিসের সঙ্গেও ১-১ গোলে ড্রতে খেলা শেষ করে বার্সা। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৯ সাক্ষাতে ৫ বার জয় দেখেছে রিয়াল মাদ্রিদ। এর চার জয় বার্সেলোনার। প্রতিপক্ষ ন্যু ক্যাম্প মাঠে ১২ ম্যাচে গোল রয়েছে রোনালদোর। আর স্প্যানিশ লা লিগার শেষ ৭ এল ক্লাসিকোতে পাঁচ গোল পেয়েছেন মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। এল ক্লাসিকোতে মাঠ নামার আগে কোনো খেলোয়াড়ের নিষেধাজ্ঞার ভোগান্তি নেই রিয়ালে। তবে রিয়াল কোচ জিনেদিন জিদান দলে পাচ্ছেন না অন্যতম বিশ্বসেরা ফরোয়ার্ড গ্যারেথ বেলকে। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে স্পোর্টিং লিসবনের বিপক্ষে ম্যাচে পায়ে চোট নিয়ে মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদের এ ওয়েলশ ফরোয়ার্ড। তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন সর্বশেষ এল ক্লাসিকোর ম্যাচসেরা খেলোয়াড় রিয়ালের ব্রাজিলিয়ান  ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো। সুখবর রয়েছে বার্সেলোনা কোচ লুইস এনরিকেরও। দুই মাস পর দলে ফিরেছেন বার্সেলোনা স্প্যানিয়ার্ড মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তাও। ইতিহাসের প্রথম সাক্ষাতে মাদ্রিদের মাঠে রিয়ালের  বিপক্ষে ৩-১ গোলে জয় কুড়ায় বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় দুই দল প্রথমবার দ্বৈরথে নামে ১৯২৯ সালে। সেবার প্রতিপক্ষ মাঠে ২-১ গোলে জয় কুড়ায় রিয়াল মাদ্রিদ। রাজনৈতিক কারণেও স্পেনে ভিন্ন মাত্রা পায় রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা দ্বৈরথ। কাতালোনিয়া রাজ্যের স্বাধীনতার দাবিটা দীর্ঘদিনের। আর বার্সেলোনার তারকা ডিফেন্ডার জেরার্ড পিকে খেলার মাঠে স্প্যানিশ জাতীয়তার বিরুদ্ধে আচরণ নিয়ে খবরে ওঠেন একাধিকবার। তবে এবারের এল ক্লাসিকোর আগে সৌহার্দ্যের সুর পিকের কণ্ঠে। গতকাল পিকে বলেন, সার্জিও রামোসের রিয়াল অধিনায়ক) সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। পিকে এতে ভিন্ন কথাও মনে করিয়ে দেন রিয়াল মাদ্রিদকে। বার্সা ডিফেন্ডার বলেন, এই মুহূর্তে আমি ন্যু ক্যাম্পে ২০১০ সালের স্মৃতিটা মনে করছি। সেবার রিয়াল মাদ্রিদকে ৫-০ গোলে হারিয়েছিলাম আমরা। শেষে শিরোপাও কুড়িয়েছিলাম আমরা।
মুখোমুখি পরিসংখ্যান
আসর     ম্যাচ     জয়     জয়     ড্র     গোল    গোল
(রি)    (বা)        (রি)    (বা)
লা লিগা     ১৭২     ৭২     ৬৮     ৩২     ২৮০     ২৭৩
কোপা দেল রে     ৩৩     ১২     ১৪     ৭     ৬৪     ৬৩
কোপা ডি লিগা     ৬     ০     ২     ৪     ৮     ১৩
সুপারকোপা     ১২     ৬     ৪     ২     ২৫     ১৭
চ্যাম্পিয়ন্স লীগ     ৮     ৩     ২     ৩     ১৩     ১০
প্রীতি ম্যাচ     ৩৩     ৪     ১৯     ১০     ৪২     ৮৩
মোট     ২৬৪     ৯৭     ১০৯     ৫৮     ৪৩২     ৪৫৯

Check Also

আশাশুনিতে ছাত্র শিবিরের আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট

আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আশাশুনি উপজেলা শাখার আয়োজনে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।