ক্রাইমবার্তা রিপোট:লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার এল,জি,এস,পি-২ বিবিজি (২য় কিস্তি) কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সরকারী বিধি উপেক্ষা করে নি¤œমানের ইট দিয়ে চলছে রাস্তার কাজ। দেখার যেনো কেউ নাই।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ২০নং চররমনি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর আলীহামান সড়ক সলিং (অবশিষ্ট অংশ) ২০১৫-১৬ অর্থবছরের ৩০০ ফুট দৈর্ঘ্য ও ৭ ফুট প্রস্থ নিয়ে চৌলিং রাস্তার কাজ সম্পন্ন করার কথা থাকলেও দুই নম্বর ইট দিয়ে সম্পন্ন করা হয়েছে। অথচ যেটুকু কাজ করার কথা ছিলো কিন্তু তার অর্ধেক কাজ করার অভিযোগ রয়েছে। স্থানীয়রা এ বিষয়ে ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্রকল্পের সভাপতি মোঃ দুলাল মোল্লাকে বিষয়টি জানালেও তিনি তাতে কর্নপাত করেননি।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ে আসার জন্য রাস্তার চৌলিং এর কাজে অতি নি¤œ মানের ইট দিয়ে কাজ করাচ্ছেন স্থানীয় ৬নং ওয়ার্ড ইউপি মেম্বার দুলাল মোল্লা। যেভাবে কাজ করাচ্ছেন তাতে চার ভাগের একভাগের টাকাও খরচ হবেনা বলে স্থানীয়দের দাবী। বাকী টাকা কি হবে এমনই প্রশ্ন স্থানীয়দের মাঝে। আরো অভিযোগ করে বলেন, ওই মেম্বারের নিজ বাড়ীর রাস্তার কাজেও ব্যাপক অনিয়ম করেন। এই কাজটিতে অসুন্তুষ্টু প্রকাশ করেন স্থানীয় অনেকে।
এ ব্যাপারে প্রকল্পের সভাপতি মো: দুলাল হোসেন মোল্লা বলেন, ভোটের সময় অনেক টাকা খরচ করেছি। এসব প্রকল্পের মধ্যে ঠিকমতো কাজ করতে গেলে আমাদের কিছুই থাকেনা।
ইউপি চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল বলেন, এলজিএসপি’র সকল কাজ সম্পন্ন হয়েছে। তবে ৬নং ওয়ার্ডের কাজ আমি এখনো সরেজমিনে দেখি নাই।