ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতা, গাজীপুরের কালিয়াকৈরে পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাস চাপায় অটোরিক্সারোহী সপ্তম শ্রেনীর দুই ছাত্র নিহত হয়েছে। এঘটনায় আরো দুই ছাত্র আহত হয়েছে। নিহতরা হলো, কালিয়াকৈর উপজেলার টান সূত্রাপুর এলাকার আনসার আলীর ছেলে নাহিদ হোসেন (১৩) ও একই গ্রামের লক্ষ্মণ সাহার ছেলে রতন সাহা (১৪)। হতাহতরা সবাই স্থানীয় গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এছাড়াও একইদিন একই উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবতী নিহত হয়েছে।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের চার ছাত্র রতন, নাহিদ, গৌরাঙ্গ ও ইমন রবিবার বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহণ শেষে দুপুরে ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে বাড়ি ফিরছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী এলাকায় আশুকা ফিলিং স্টেশনের সামনে পৌছলে ঢাকাগামী নাইট স্টার পরিবহনের যাত্রীবাহী একটি বাস ওই শিক্ষার্থীদের বহনকারী অটোরিক্সাকে চাপা দেয়। এতে অটোরিক্সারোহী চার শিক্ষার্থীই আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সপ্তম শ্রেণীর ছাত্র রতন ও নাহিদকে মৃত ঘোষণা করেন। অপর আহত গৌরাঙ্গ ও ইমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোড়াই হাইওয়ে পুলিশের এস আই মাসুদুর রহমান জানান, এঘটনায় পুলিশ বাসটি আটক করেছে।
এদিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবতী নিহত হয়েছে। আনুমানিক ২৫ বছর বয়সের ওই যুবতীর নাম পরিচয় জানা যায়নি।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী এএসআই মো. দাদন মিয়া জানান, রবিবার সকালে ওই যুবতী কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া মৈত্রী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দুপুরে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পড়নে লাল রংয়ের সালোয়ার ও হলুদ রংয়ের কামিজ রয়েছে।