ক্রাইমবার্তা রিপোট:দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমানবাহিনীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বিমানবাহিনী এখন অনেক শক্তিশালী এবং আকাশপথকে সর্বদা শত্রুমুক্ত রাখতে সক্ষম। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের আরও সজাগ থাকতে হবে।
আজ রোববার সকালে রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানান প্যারেড সদস্যরা। পরে প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন শেষে যুদ্ধ বিমানের বিভিন্ন নৈপুণ্য দেখেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর অবদানের কথা কৃতজ্ঞতাভরে স্মরণ করেন।
শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো, শক্তিশালী বিমান বাহিনী গঠন করা। আমরা আজ সেটি করতে সক্ষম হয়েছি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০০ সালে বিমান বাহিনীর জন্য মিগ-২৯ যুদ্ধ বিমান কেনা হয়।
এ সময় পেশাগত দক্ষতা বাড়ানোর মাধ্যমে আদর্শ সৈনিকে পরিণত হয়ে মানব সেবায় নিয়োজিত হতে বিমান বাহিনীর প্রতিটি সদস্যের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।