ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:পুরো ম্যাচের আকর্ষণ যেন শেষ দশ মিনিটের জন্য জমা করে রেখেছিল দুই দল। এল ক্ল্যাসিকোর প্রকৃত উত্তেজনা দেখা গেল যে সেই সময়টাতেই! পুরো ম্যাচ জুড়ে যা খুঁজেই পাওয়া যায়নি। দুর্দন্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদ আর কিছুটা অগোছালো বার্সালোনার লড়াইয়ে শনিবার জয় হয়নি কারো। ম্যাচ জুড়ে আধিপত্য বিস্তার করে থাকা বার্সালোনা শেষ দশ মিনিটের জমজমাট মুহুর্তটিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের আটকে রাখতে পারেনি। তাই এক গোলে এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়া হলো না লিওনেল মেসিদের। ৯০তম মিনিটে গোল শোষ করে রিয়াল। বার্নাব্যুতে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূণ্য। দ্বিতীয়ার্ধেও ৫৩ মিনিটে রিয়াল মাদ্রিদের ডি বক্সের ডান প্রান্তে কিছুটা বাইরে ফ্রি কিক পায় বার্সালোনা। নেইমারের মাপা শট গোল পোস্টের সামনে দাড়ানো সুয়ারেজের মাথা খুঁজে পেতে ভুল করেনি। প্লেসিং হেডে গোল কিপারের পাশ দিয়েই বল জড়ায় জালে। গোল খেয়ে ঘরের মাঠে যে রিয়ালকে প্রত্যাশা করেছিল দর্শকরা, বরং তার উল্টোটা হয়েছে। যেন ঝিমিয়ে পড়ে জিদান শিষ্যরা। উল্টো একের পর এক আক্রমণ করে বার্সালোনা। ৬৮
মিনিটে বক্সের ভিতরে অনেকটা ফাঁকায় দাড়ানো নেইমারের শট পোস্টের ওপর দিয়ে না গেলে ব্যবধান আরো বাড়তে পারতো। এক মিনিট পরেই বাপ্রান্ত দিয়ে ইনিয়েস্তার আক্রমণ কোন রকম ক্লিয়ার করে রিয়ালের ডিফেন্ডাররা। এরপরই যেন ঘুম ভাঙে রিয়াল মাদ্রিদের। গোল শোধে মরিয়া হয়ে ওঠে রোনাল্ডো বাহিনী। ৮৭ মিনিটে কারজাভালের ক্রস থেকে সার্জিও রামোসের হেড ক্রসবারের ওপর দিয়ে যায়। ৮৯ মিনিটে মার্সেলোর ক্রস ঠিকভাবে মাথায় নিতে পারেননি পোস্টের দুই মিটার দূরে থাকা সিআর সেভেন। আগেই লাফিয়ে ওঠায় হেড নিচু হয়ে যায়। ৯০ মিনিটে বাপ্রান্তে বস্কের কিছুটা বাইরে থেকে ফ্রিকিক পায় রিয়াল। লুকা মরডিকের ফ্রি কিক থেকে গোল আদায় করতে এবার আর ভুল করনেনি এই ম্যাচে কার্যত স্ট্রাইকারের ভুমিকা পালন করা রামোস। জোরালো হেডে বল জড়ায় বার্সার জালে। এর মধ্যেও একাধিক বার আক্রমন করেছে বার্সালোনা। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে আবার গোলের সুযোগ পেয়েছিল মেসির দল। ডান প্রান্ত থেকে মেসির ফ্রিকিক উঠে এসে পাঞ্চ করে ক্লিয়ার করেন রিয়াল গোল রক্ষক নাভাস। ফিরতি বলে বক্সের বাইরে থেকে গোল লক্ষ্য করে হেড করেন পিকে। গোলরক্ষক না থাকলেও একেবারে গোল লাইন থেকে পাল্টা হেডে দলকে বিপদমুক্ত করেন রিয়াল ডিফেন্ডার ভারানে। এর কয়েক সেকেন্ড পরই শেষের বাশি বাজার রেফারি।