ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:আগেই প্রস্তুত ছিল সমীকরণ। জিতলে সরাসরি কোয়ালিফায়ারে, আর হারলে বিদায়। কিন্তু ব্যাটে বলে দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়া মাহমুদউল্লাহ রিয়াদ লড়াইটা জিতলেন বীরের মতই। দুর্দান্ত এক হাফ সেঞ্চুরিতে বিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে ঢাকার বিরুদ্ধে জয় তুলে নিলেন রোববার।
বিপিএলে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়ে গ্রুপের দ্বিতীয় স্থান অধিকার করে সরাসরি কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করেছে খুলনা টাইটান্স। আর খুলনার জয়ে প্লে অফে খেলার সুযোগ হারালো রংপুর রাইডার্স। তৃতীয় ও চতুর্থ দল হিসেবে যথাক্রমে চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস সেই যোগ্যতা অর্জন করেছে। মিরপুরে আজ ঢাকার দেয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক মাহমুদউল্লাহর ঝড়ো হাফ সেঞ্চুরিতে ২ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় খুলনা।
রোববার টস জিতে ঢাকা ডায়নামাইটসকে ব্যাট করতে পাঠায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। কুমার সাঙ্গাকারার ৪১ বলে ৫৯ রানের ভর করে সাকিব আল হাসানের দল নির্দিষ্ট ২০ ওভারে সংগ্রহ করে ৭ উইকেটে ১৫৮ রান। সাঙ্গাকারা ছাড়াও মোসাদ্দেক হোসেন ২০ ও নাসির হোসেন ১৯ রান করেন। খুলনার পক্ষে পাকিস্তানি পেসার জুনাইদ খান ২২ রানে ৩ উইকেট নিয়েছেন।
১৫৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৯ রানে ওপেনার আন্দ্রে ফ্লেচারকে হারায় খুলনা। তবে অধিনায়ক মাহমুদউল্লাহর ঝড়ো হাফ সেঞ্চুরিতে জয় তুলে নেয় দলটি। টুর্নামেন্ট জুড়েই অলরাউন্ড নৈপুণ্যে ধারাবাহিকতা প্রদর্শন করা মাহমুদউল্লাহ মাত্র ২৮ বলে ৫০ রান করে যখন আউট হন, দল তখন জয় থেকে মাত্র ৮ রান দূরে। ২টি ছয় ও ৫টি চার ছিলো তার ঝড়ো ইনিংসে। অন্যদের মধ্যে ওপেনার হাসানুজ্জামান ৪০, বেনি হোয়েল অপরাজিত ২৩ রান করেন।
কোয়ালিফায়ার: ঢাকা ডায়নামাইটস বনাম খুলনা টাইটান্স
জয়ী দল সরাসরি ফাইনালে চলে যাবে। পরাজিত দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে