প্রেসকাব বেনাপোলের বাষিক সাধারন সভা অনুষ্ঠিত

ক্রাইমবার্তা রিপোট:বেনাপোল প্রতিনিধি:প্রেসকাব বেনাপোলের বার্ষিক সাধারন সভা-১৬ গতকাল শনিবার রাতে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রেসকাব সভাপতি আলহাজ্ব মহসিন মিলনের সভাপতিত্বে প্রেস ক্লাবের বাৎসরিক আয় ব্যায়ের হিসেব সহ সাধারন সম্পাদকের প্রতিবেদন প্রক্শ করেন সাধারন সম্পাদক আলহাজ্ব বকুল মাহবুব।  29
প্রেস ক্লাবের আমন্ত্রনে আসা অতিথি ২৬ বিজিবির অধিনায়ক কর্নেল জাহাংগীর হোসেন প্রেস ক্লাবের কর্মকর্তাদের হাতে মিস্টি তুলে দিয়ে ক্লাবের শুভ কামনা করেন। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা থানা নির্বাহী অফিসার আ:সালাম, ও পুলিশ ইমিগ্রেশনের ওসি মোমিনুর রহমান,র্শাশা থানার ওসি মনিরুজ্জামান,
প্রেস ক্লাব উন্নয়নে সভায় বক্তব্য রাখেন দৈনিক ইওেফাকের কাজী শাহজাহান সবুজ, যমুনা টিভির রাশেদুর রহমান রাসু দৈনিক কালের কন্ঠের  নুরুজ্জামান লিটন দৈনিক সকালের খবরের মশিযার রহমান কাজল,এটিএন বাংলার আহমদ আলী শাহীন, আর টিভি ও সংবাদ প্রতিদিনের রোকনুজ্জামান রিপন, মোহনা টিভির মনিরুল ্ ইসলাম মনি, একাওর টিভির মুসলিম উদ্দিন পাপ্পু, এসএ টিভির শেখ নাসির উদ্দিন, দৈনিক ভোরের পাতার সেলিম রেজা,বৈশাখী টিভির  মিলন খান, দৈনিক সংবাদের দেবুল কুমার দাস দৈনিক শক্তির  ফারুক আহমেদ দৈনিক মানব কন্ঠের  ফারুক হাসান, মোহনা টিভির শিশির কুমার, দৈনিক সংবাদের আনোয়ারুল কবির দৈনিক নয়াদিগন্তের  আ: মান্নান, দৈনিক দিনকালের আ: মতিন, ও ক্রাইম বার্তার নির্বাহী সম্পাদক  মতিয়ার রহমান ও দৈনিক নওরজের নুরুন নবী। সভায়  প্রেসক্লাবের নতুন ভবন নির্মান, নতুন সদস্য অর্ন্তভক্তি , আরো নতুন ২টি কম্পিউটার ক্রয় করার সিদ্দান্ত হয়।

Check Also

আসিফ নজরুলের মর্মস্পর্শী স্মৃতিচারণ আখতারের সংগঠনে নাহিদ হয়ে উঠল গণঅভ্যুত্থানের প্রধান নেতা

আর কয়েক ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। যদিও গতকাল সন্ধ্যার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।