ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:শেষ হয়েছে বিপিএলের লিগ পর্বের লড়াই। মাঠের লড়াই যেমনই হোক, পয়েন্ট টেবিলে শেষ চারে যাওয়ার লড়াই ছিল জমজমাট। যে জন্য সেরা চারটি দল খুঁজে পেতে অপেক্ষা করতে হয়েছে শেষ ম্যাচ পর্যন্ত।
ঢাকা ডায়নামাইটস এক ম্যাচ হাতে রেখেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছিল। বাকি তিনটি দল কারা হবে তা নিয়ে ছিল অনিশ্চয়তা। রোববার প্রথম ম্যাচে কুমিল্লার কাছে রংপুর হেরে যাওয়ায় রাজশাহী আর চিটাগংয়ের সুপার ফোর নিশ্চিত হয়ে যায়। লড়াই বাকি ছিল চতুর্থ দল নিয়ে।
কিন্তু ঢাকাকে সহজে হারিয়ে নিজেদের একেবারে পয়েন্ট তালিকার দুই তুলে নিল মাহমুদউল্লাহর খুলনা টাইটান্স। ফলে ৬ ডিসেম্বর কোয়ালিফায়ারে ঢাকার মুখোমুখি হবে তারা। এই ম্যাচের বিজয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। আর পরাজিত দল আরেকটি সুযোগ পাবে ফাইনালে যাওয়ার। খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।
একই দিন এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে গ্রুপের তৃতীয় চিটাগং ও চতুর্থ রাজশাহী। এই ম্যাচের পরাজিত দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে। আর জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে ঢাকা-খুলনা ম্যাচের পরাজিত দলের বিপক্ষে। যারা জিততে তারা যাবে ফাইনালে।
ফিকশ্চার:
* এলিমিনেটর ম্যাচ- ৬ ডিসেম্বর বেলা ১টা
চিটাগং ভাইকিংস বনাম রাজশাহী কিংস
* কোয়ালিফায়ার ১– ৬ ডিসেম্বর বিকেল ৫:৪৫টা
ঢাকা ডায়নামাইটস বনাম খুলনা টাইটান্স
* কোয়ালিফায়ার ২– ৭ ডিসেম্বর
এলিমিনেটর বিজয়ী বনাম কোয়ালিফায়ার ১ পরাজিত