ক্রাইমবার্তা রিপোট:ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পাঁচ শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। ‘প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন’ নিয়ে মতবিরোধের জেরে শুক্রবার রাতে বাঘমারা হোস্টেলে এ ঘটনা ঘটে বলে নির্যাতিত শিক্ষার্থীরা জানিয়েছেন। আহতরা হলেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র মহিদুল,
হাফিজ, ওয়াকীল, সুমন ও স্বপন।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হাফিজ ও মহিদুল বলেন, প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় তারা দোয়া মাহফিলের আয়োজন করার প্রস্তাব করলে ছাত্রলীগ নেতারা তাদের পাশ কাটিয়ে যান। পরে তারা নেতাদের না জানিয়ে বাদ জোহর দোয়া মাহফিলের আয়োজন করেন। মহিদুল জানান, শুক্রবার রাত ১১টার দিকে কলেজের নবগঠিত ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান তুষার, ডা. মেহেদী হাসান কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক নিপেন সিং, সহ-সভাপতি সম্পদ দত্ত, সাংগঠনিক সম্পাদক আবু হাসান, এম এ জলিলসহ আরো কয়েকজন তাদেরকে বাঘমারা হোস্টেলের ২০৫ নম্বর রুমে ডেকে নিয়ে যান। সেখানেই তাদের হাত-পা বেঁধে রাতভর শারীরিক নির্যাতন করা হয়। এ খবর পেয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শংকর নারায়ণ শনিবার সকালে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন বলেও জানান মহিদুল। হোস্টেল থেকে একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন বলে স্বীকার করেছেন অধ্যাপক শংকর নারায়ণ।
এ ব্যাপারে মমেক শাখা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান তুষার সাংবাদিকদের জানান, এ ঘটনার সাথে তিনি জড়িত নন। তবে ছাত্রলীগের পদবঞ্চিত কয়েকজন ছাত্র দোয়া মাহফিলের আয়োজন করলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ওদেরকে মারধর করেছে বলে তিনি শোনেছেন। শুক্রবার বিকালে বহিরাগত কিছু লোক ছাত্রদের হুমকি দিয়েছিল। তারাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলেও মনে করেন তিনি। ডা. মেহেদী হাসান কবির বলেন, ‘হোস্টেলের কয়েকজন ছাত্রের মধ্যে ঝগড়া করলে আমরা তাদেরকে ডেকে শাসন করেছি।’
ছাত্রলীগের একাধিক সূত্রমতে, নবগঠিত কমিটির সভাপতি আতিকুর রহমান তুষার ছাত্রলীগের জেলা শাখার সভাপতি রকিবুল ইসলাম রকিবের অনুসারী। তাদের মতের বিপক্ষে অনুষ্ঠানের আয়োজন করায় ক্ষুব্ধ হয় শহর শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফের সমর্থকরা। তারা পৃথকভাবে দোয়া মাহফিলের আয়োজন করায় ক্ষিপ্ত হয় তুষার গ্রুপ। এবং তারাই এঘটনা ঘটায় বলে আরিফ সমর্থকদের দাবি।
তবে জেলা ছাত্রলীগের সভাপাতি রকিবুল ইসলাম জানান, আরিফ ছাত্রলীগের কেউ না। এরা মেডিক্যালের হোস্টেলে গিয়ে সশস্ত্র মহড়া দেয়ায় ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। এরই জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান তিনি।
এ ব্যাপারে শহর শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফ জানান, তাদের গ্রুপে যোগ না দেয়ায় তুষার গ্রুপ এঘটনা ঘটিয়েছে।