ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:শেষ মুহূর্তে ঝলসে ওঠা মাশরাফিদের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হাতে এবার কাটা পড়লো রংপুর রাইডার্স। গত চার মাসে এটা ছিল তাদের চতুর্থ জয়। আর এর ফলে রংপুরের প্লে-অফে খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে। কুমিল্লার সম্ভাবনা আরো আগেই শেষ হয়ে গিয়েছিল। এখন তারা কেবল অন্যদের সম্ভাবনা শেষ করে দিচ্ছে।
আজ মিরপুরে বিপিএলের ম্যাচে কুমিল্লা ৮ রানে হারায় রংপুরকে। প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লা করেছিল ৬ উইকেটে ১৭০ রান। জবাবে রংপুর ৮ উইকেটে করে ১৬২ রান।
মোহাম্মদ শেহজাদ (৪৫), শহিদ আফ্রিদি (৩৮) লড়াই করেছিলেন। কিন্তু তা যথেষ্ট ছিল না।
এর আগে টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের চতুর্থ আসরের ৪১তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করতে নামে কুমিল্লা। ব্যাট হাতে দলকে উড়ন্ত সূচনাই এনে দেন দুই ওপেনার ইমরুল কায়েস ও পাকিস্তানের খালিদ লতিফ। ৬২ বলে ৮৮ রানের জুটি গড়েন তারা। দলের বড় স্কোরের পথ তৈরি করার পথে এবারের আসরে প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদও পান ইমরুল।
তবে হাফ-সেঞ্চুরির পর ৫২ রানেই থেমে যান ইমরুল। ৩৫ বলে ৭টি চার ও ২টি ছক্কা হাকাঁন তিনি। আরেক ওপেনার খালিদ লতিফ করেন ৪৩ রান। তার ৩৬ বলের ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কার মার ছিলো।
দলীয় ১০৭ রানে দুই ওপেনারের বিদায়ের পর দলের স্কোরকে মজবুত করেছেন ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস, পাকিস্তানের আসার জাইদি ও আফগানিস্তানের রশিদ খান। স্যামুয়েলসের ২৪ বলে ৩০, জাইদির ১১ বলে ১৭ ও রশিদের ৪ বলে ১১ রানে বড় স্কোরই পায় কুমিল্লা। রংপুরের পক্ষে ২টি করে উইকেট নেন আরাফাত সানি ও রুবেল হোসেন।