ক্রাইমবার্তা রিপোট:মিয়ানমারে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গীদের উপর অন্যায় ও নির্যাতনের প্রতিবাদে এক সমাবেশে অংশ নিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। তিনি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে অবশ্যই রোহিঙ্গা মুসলিম ‘গণহত্যা’ বন্ধে পদক্ষেপ নিতে হবে।
আজ রোববার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ওই সমাবেশে তিনি বলেন, ‘মিয়ানমার সরকারকে অবশ্যই পশ্চিমাঞ্চলে রক্তপাত থামাতে হবে। এতে হাজারো রোহিঙ্গা বাস্তুহারা, অনেকেই ধর্ষণ, নির্যাতন আর হত্যার শিকার হয়েছে।’
সু চির নোবেল পাওয়াকে ব্যঙ্গ করে নাজিব রাজাক বলেন, ‘অং সান সু চির নোবেলের কাজ কী? আমরা তাকে বলতে চাই, যথেষ্ট হয়েছে… আমরা অবশ্যই মুসলমান ও ইসলামকে রক্ষা করব।’
এ সময় তিনি অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনকে (ওআইসি) যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান। ওআইসি ও জাতিসংঘের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দয়া করে কিছু করুন। জাতিসংঘ কিছু করেনি। বিশ্ব এভাবে গণহত্যার বিষয়টি বসে বসে দেখতে পারে না।’
মিয়ানমারের রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে সমালোচনা অব্যাহত রেখেছে মালয়েশিয়া। সম্প্রতি মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে দেশটি।
সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশের আঞ্চলিক জোট আসিয়ানে মিয়ানমারের সদস্যপদ রাখার বিষয়ে প্রশ্ন তোলেন মালয়েশিয়ার এক জ্যেষ্ঠ মন্ত্রী।