ক্রাইমবার্তা রিপোট:ইবি সংবাদদাতা -ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রোববার ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ও মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউটিনের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা কেন্দ্রে ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফসহ পরিদর্শক টিমের সদস্যবৃন্দ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ভিসি বলেন,“ভর্তি পরীক্ষায় নকল ও জালিয়াতি রোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাইবার ক্রাইম করে কেউ জালিয়াতি করতে পারবে না। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের জন্য তিনি সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেন।”
এদিকে শৃংখলারক্ষা এবং নির্বিঘেœ পরীক্ষা অনুষ্ঠানের জন্য ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভ্রাম্যমান আদালত টিম ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশপাশের এলাকা সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন। ক্যাম্পাসের একাডেমিক ও প্রশাসনিক ভবনসমূহ সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হচ্ছে।
এছাড়াও ভর্তি পরীক্ষা সম্পর্কে যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েব সাইট রঁ.ধপ.নফ ভিজিট জানতে পারবে।
Check Also
সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …