ক্রাইমবার্তা রিপোট:পাইকগাছা প্রতিনিধি ॥ খুলনা জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী নিউজ-৭১’র সম্পাদক অজয় সরকারের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে পাইকগাছা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদের সামনে যুবলীগনেতা বাবুল হোসেন বাবু গাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, গোলক চন্দ্র মন্ডল, কৃষকলীগনেতা কামরুল হোসেন গাইন, ছাত্রলীগনেতা মেহেদী হাসান, হাবিবুর রহমান, জাহিদ নেওয়াজ, রাজীব আহমেদ রাসেল, মাহফুজুর রহমান, আমিন গাজী, মিজানুর রহমান, সোহাগ, রাশেদ, পাপ্পু, পার্থ, ইকরামুল, আব্দুল মজিদ ঢালী, বিল্লাল হোসেন, ইমন, মোস্তাক প্রমুখ। বক্তারা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও মুল হোতাদের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।
পাইকগাছায় জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছা প্রতিনিধি ॥
জেলা ছাত্রদলের সাবেক সাধাণ সম্পাদক মরহুম রাশেদুজ্জামান রাশেদ-এর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাইকগাছা উপজেলা, পৌর ও কলেজ শাখার যৌথ উদ্যোগে রোববার সকাল ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শেখ আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক চেয়ারম্যান এস,এম, এনামুল হক। পৌর কাউন্সিলর সেলিম নেওয়াজ, তুষার কান্তি মন্ডল, মোঃ আবুল হোসেন, সরদার ফারুক আহমেদ। ছাত্রনেতা দিপংকর বাবু ও ইলিয়াস হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ছাত্রনেতা এস,এম, নাজমুল হুদা মিন্টু, গাজী ফয়সাল রাশেদ সনি, জাকির হোসেন, ইস্রাফিল আহমেদ, শেখ মাহমুদুল হক মুন্না, শেখ ফরহাদ হোসেন মুক্ত, হারুন-অর-রশিদ, সাইফুল ইসলাম, শাহিনুর রহমান, রাশেদুজ্জামান রাসেল, ফিরোজ আহমেদ, শেখ রিপন, হেলাল হাফিজ, মিলন, তৈয়েবুর রহমান, খোকন, কাজী সেফায়েতউল্লাহ, জুবায়ের হোসেন বাবু, আবুল বাশার বাদশা, সাব্বির হোসেন, মোঃ মুর্শিদ, মেজবাহউদ্দীন, মিজানুর রহমান, তরিকুল প্রমুখ।
পাইকগাছায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
জি,এ, গফুর, পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট-এর উদ্যোগে ঘোষাল সার্বজনীন পূজা মন্ডপ প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় ও প্রতিবন্ধীদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। শনিবার সকাল ১০টায় পাইকগাছা প্রতিবন্ধী বিদ্যালয়ের সম্পাদক ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রজিৎ কুমার রায়ের নেতৃত্বে এক বিশাল র্যালী মঠবাটী প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিকাল ৪টায় পাইকগাছার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধনের পর মন্ডপ প্রাঙ্গণে এক আলোচনা ও প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ সভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক ও ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট উন্নয়ন প্রকল্পের সভাপতি এস,এম, মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, শেখ আব্দুস সামাদ দরগাহপুরী স্মৃতি প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠান শেখ তাজুল ইসলাম, পাইকগাছা এসডি সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান বাবুল ও সম্পাদক মেঝবাহ উদ্দীন গালিব, অভিভাবক প্রতিবন্ধী ফোরামের সম্পাদক এ. রশিদ নায়েব, সমাজসেবক আলহাজ্ব সাইদুর রহমান, সোহরাব হোসেন, সাইদুর রহমান গাজী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ব্রততী রায় শিশু ও কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সম্পাদক প্রজিৎ কুমার রায় এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবারুন মহিলা সমিতির সভানেত্রী তৃপ্তি রাণী রায়, মাদরাসা শিক্ষক মোঃ ইসমাইল হোসেন শিকারী, হারুন-অর-রশিদ, প্রতিবন্ধী ফোরামের সহ-সম্পাদক মোঃ শাহজুদ্দীন সানা। অনুষ্ঠান শেষে উপস্থিত ৩০ জন প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।