ক্রাইমবার্তা রিপোট:জিয়ারুল ইসলামঃ- কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোলাবাড়িতে জমি-জমা সংক্রান্ত বিরোধ এবং পূর্ব সুত্রতার জেরে দোকান ভাংচুর এবং লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গতকাল সকালে গোলাবাড়িয়া বাজারে আাব্বাস আলীর গোডাউন ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে, আটিগ্রামের মৃত নান্টু বিশ্বাসের ছেলে কিছলু বিশ্বাস, কামরুল বিশ্বাস, একই গ্রামের হুরমত আলীর ছেলে আরশেদ আলী, আরব আলী, নাসির উদ্দিনের ছেলে কামাল বিশ্বাস(৩০), সুজন বিশ্বাস(৩৬), বুদ্দু বিশ্বাস(৪৫), মৃত আইন উদ্দিন শাহ এর ছেলে জফির শাহ(৩০), মৃত ফেলার ছেলে শামসুল(২৫), ধুনার ছেলে রুবেল(২৫), মৃত আতিয়ার বিশ্বাসের ছেলে কবির বিশ্বাস(৩৩), ফরিদ উদ্দিনের ছেলে হকি(২৮, চাদ আলীর ছেলে শরীফ(৪৫), জামসের মন্ডলের ছেলে আকবার আলী(৩৬), মুকছারের ছেলে জিয়(২৮), মেরু ঘোষের ছেলে জামাল ঘোষ(৩৫), পয়ারী গ্রামের মৃত ফরজুল দায়ের ছেলে বছির দাই(৩২),ফাজিল ফকিরের ছেলে শহিদুল্লাহ(৫৫) এবং পয়ারী গ্রামের মৃত শামছুদ্দিন বাঘের ছেলে জাহাঙ্গির বাঘ। জানা যায় আটিগ্রামের মৃত মতিয়ার বিশ্বাসের ছেলে টিপু সুলতান(৫০) এর নির্দেশ ক্রমেই এ ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। আব্বাস আলী জানান, আমার ৩৫ বাই ২০ ফুটের গোডাউন ভাংচুর এবং ২০০ মন পাট লুটপাট করেছে উল্লেখিত ব্যক্তিরা। তিনি আরো জানান, তার পরিবারকে খুনের হুমকি ধামকিও দিয়ে আসছে।
এ ব্যাপারে মিরপুর থানা তদন্ত (ওসি) আক্তারুজ্জামান জানান, জমি নিয়ে ঝামেলা ছিল তবে পরিবেশ এখন ভালো।