ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন : সাতক্ষীরা সাবরেজিষ্ট্রি অফিসে কর্মরত এক্সাট্রা মোহরার (নকল নবিস) স্কেলভূক্ত করার দাবীতে দ্বিতীয় দিনেও কর্ম বিরতি পালন করেছে বাংলাদেশ এক্সাট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখা।
সোমবার সকাল থেকে জেলা সাবরেজিষ্ট্রী অফিসে অনির্দিষ্ট কালের জন্য পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করেন তারা।
এসময় বক্তব্য রাখেন এক্সাট্রা মোহরার (নকল নবিস) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সালাউদ্দিন কবির, সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মীর মাহমুদুল হাসান লাল্টু, শেখ ইকবাল হোসেন, শেখ আলমগীর হোসেন, মহিবুল্লাহ, মোছ: জেসমিন আক্তার প্রমুখ। বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা সাবরেষ্ট্রি অফিসে কর্মরত নকল নবিসদের স্কেলভূক্ত করার আহবান জানান তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। যতদিন সাতক্ষীরা রেজিষ্ট্রি অফিসে এক্সট্রা মোহরার (নকল নবিস) স্কেলভূক্ত না হবে ততদিন আমাদের কর্ম বিরতি চলবে।
ক্যাপশন : সাতক্ষীরা সাবরেজিষ্ট্রি অফিসে কর্মরত এক্সাট্রা মোহরার (নকল নবিস) স্কেলভূক্ত করার দাবীতে কর্ম বিরতি পালন করছেন এক্সাট্রা মোহরার (নকল নবিস) জেলা শাখার নেতৃবৃন্দ।
Check Also
সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …