ক্রাইমবার্তা রিপোট:শাহ আলম,কালিহাতী ঃ “আমার বিদ্যালয় আমার অহংকার,পরিস্কার পরিচ্ছন্নতা আমার অঙ্গীকার” স্লোগানে ৪০৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিনের উদ্দ্যোগে আজ সোমবার সকাল ৯টা ৩১ মিনিটে কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার। উপজেলার ৭টি কলেজ,২টি স্কুল এন্ড কলেজ,৫১টি মাধ্যমিক বিদ্যালয়,৩টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়,১৭২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৪০৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমাণের অঙ্গ, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানই পবিত্র ভূমি। তাই শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিজেকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে আগামী নেতৃত্ব গ্রহনের যোগ্য হয়ে গড়ে উঠতে হবে। তাহলেই তোমাদের দ্বারা দেশ ও জাতির কল্যাণে অগ্রনী ভূমিকা পালন করা সম্ভব হবে। এ উদ্দ্যোগটি একটি সময় সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার আঃ কদ্দুছ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ,কালিহাতী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সিদ্দিক হোসেন, ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার ও কালিহাতী কলেজের অধ্যক্ষ আঃ রহিমসহ শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
Check Also
বৈষম্যহীন জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময়
তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য …