ক্রাইমবার্তা রিপোট:ঢাকার ধামরাইয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হানিফ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ সোমবার ভোররাতে ধামরাইয়ের সানোরা ঝাউবাধা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি আশুলিয়ায় ৮৫ লাখ টাকা এবং ধামরাইয়ে ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি ছিলেন।
নিহত হানিফের বাড়ি কামরাঙ্গীরচরের জালোয়াপাড়া এলাকায়। তিনি মৃত শামসুল হকের ছেলে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি জায়গা থেকে হানিফকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ জানতে পারে, হানিফের সহযোগীরা ধামরাইয়ের কালামপুর-সাঁটুরিয়া সড়কে বড় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। হানিফের সহযোগীদের ধরতে তাঁকে সঙ্গে নিয়ে রাত একটা থেকে দেড়টার মধ্যে কোনো এক সময়ে আশুলিয়া ও ধামরাই থানার পুলিশ যৌথ অভিযানের উদ্দেশে রওনা দেয়। দেওনাই এলাকায় পৌঁছার পর হানিফের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এ সময় সহযোগীদের ছোড়া গুলিতে নিহত হন হানিফ।
ওসি জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। হানিফের লাশের ময়নাতদন্তের জন্য আজ সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।