লোকসমাজ সংবাদ প্রকাশের পর শার্শার মোটরসাইকেল মিস্ত্রি বিজ্ঞানী মিজান অনেক দূর এগিয়েছে সরকারী অনুদান ঘোষনা

ক্রাইমবার্তা রিপোট:মনিরুল ইসলাম মনি ঃ শার্শা সংবাদদাতাঃ- যশোর থেকে বহুল প্রকাশিত দৈনিক 24লোকসমাজ পত্রিকায় সংবাদ প্রকাশের পর শার্শার মোটরসাইকেল মিস্ত্রি বিজ্ঞানী মিজান অনেক দূর এগিয়েছে। সে এখন একটার পর একটা বিজ্ঞানী প্রযুক্তি আবিষ্কার করে খোদ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক এর দৃষ্টি আকর্ষন করেছে। যে কারনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক মিজানের এই ব্যাতিক্রমধর্মী উদ্ভাবন আরও এগিয়ে নিতে ২৫লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষনা দিয়েছেন। গত ২ নভেম্বর ২০১৬ মোটরসাইকেল মিস্ত্রি বিজ্ঞানী মিজানকে নিয়ে ”গল্প নয় সত্যি” শিরনামে একটি অনুষ্ঠান নির্মান করেছে বাংলাদেশ টেলিভিশন(বিটিভি)। আর  দর্শকদের উপস্থিতিতে এ অনুষ্ঠানটি দেখে মুগ্ধ হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক। সে কারনে তিনি বিজ্ঞানী মিজানকে তার এ প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে দিতে ২৫লক্ষ টাকা অনুদানের ঘোষনা দিয়েছেন। যশোরের শার্শা উপজেলা বাজারের সামান্য মোটরসাইকেল মিস্ত্রি মিজানুর রহমার। লেখাপড়া বেশি না জানলেও মেধাকে কাজে লাগিয়ে অনেক কিছু আবিষ্কার করেছেন তিনি। কেউ জানতো না তার এ আবিষ্কারের কথা। একদিন সে শার্শা লোকসমাজ প্রতিনিধি মনিরুল ইসলাম মনিকে তার আবষ্কারের কথা জানান। সাংবাদিক মনি মিজানের প্রথম আবিষ্কার  অটো অগ্নিনির্বপক যন্ত্রের আবিষ্কার ও যন্ত্রের বর্ননা দিয়ে যশোর থেকে বহুল প্রকাশিত দৈনিক লোকসমাজ  মিজানের ছবি সহ একটি সংবাদ প্রকাশ করে।  সেই থেকে পত্রিকায় সংবাদ প্রকাশের পর শার্শার মোটরসাইকেল মিস্ত্রি বিজ্ঞানী মিজান অনেক দূর এগিয়েছে। এখন সে অগ্নিনির্বাপক যন্ত্রের পাশাপাশি, অগ্নিনির্বাপক জ্যাকেট, ডিজিটাল কাইচি, সেচ যন্ত্র, জ্বালানি বিহীন মোটর বাইক, অটো ফুটবল আবিষ্কার করেছেন । এ ছাড়া মিস্ত্রি মিজান মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে প্রতিবন্ধিদের জন্য চার চাকার একটি জিপগাড়ি আবিষ্কার করেছেন। গাড়িটি এক লিটার পেট্রোল দিয়ে ৪০/৪৫ কিলোমিটার পথ অতি সহজে অতিক্রম করবে।  এ সব আবিষ্কার করে প্রতি বছর বিজ্ঞান মেলায় জেলা/বিভাগীয় ও জাতীয় পর্যায়ে সাড়া জাগিয়ে অনেক পুরুষ্কার এবং স্বিকৃতির সনদ পেয়েছেন মিজান। এ ব্যাপারে মিজানুর রহমান এ প্রতিনিধিকে জানান, লোকসমাজ সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের কারনে তার আবিষ্কার নিয়ে ব্যাপক ভাবে প্রচার হয়েছ্ ে। তিনি সরকার ও সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতা পেলে আরও নতুন কিছু আবিষ্কার করতে পারবেন বলে জানান। মিজান তার সংবাদ প্রকাশের জন্য লোকসমাজ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং লোকসমাজ পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান লোকসমাজে সংবাদ প্রকাশের কারনে আজ তিনি সারা দেশে প্রশংশিত ও পুরুষ্কৃত হয়েছেন। তিনি দেশবাশির দোয়া কামনা করেছেন।

Check Also

আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।