অর্থ অভাবে রাজশাহী হাসপাতালে নিতে পারেনি পরিবার নওগাঁয় বাতির আগুনে ঝলসে গেল এক বৃদ্ধা শরীর

ক্রাইমবার্তা রিপোট: জি,এম মিঠন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় বাতির আগুনে  ঝলসে গেল সহায়-সম্বলহীন দরিদ্র পরিবারের বৃদ্ধা খোতেজা বেগমের শরীর।
এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধারাতে নওগাঁর বদলগাছী  উপজেলার বালুভরা ইউনিয়নের কোমারপুর গ্রামে। 36
স্থানিয় সুত্রে জানাগেছে, নওগাঁর বদলগাছী উপজেলার কোমারপুর গ্রামে মকবুল হোসেন খুদুর অসুস্থ’  স্ত্রী খোতেজা বেগম (৬৫) ঘরের ভিতর ঘটনার সময় শুয়ে ছিল। অ›্ন্ধকার ঘড়ে আলোর জন্য তার পার্শ্বে রাখাছিল একটি জলন্ত বাতি। অসাবধানতা বশত লরাচরা করার সময় বাতির আগুন পরনের কাপড়ে লাগলে প্রতিবেশীরা টের পেয়ে খোতেজাকে উদ্ধার করে প্রথমে বদলগাছী হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে তার অবস্তার অবনতি দেখা দিলে পরের দিন সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের র্বান ইউনিট বিভাগে 35ভর্তি কারার পরামর্শ দেন হাসপাতালের চিকিৎসকরা। কিন্তু অভাবী সংসারের কারনে টাকার অভাবে অগ্নীদগ্ধ খোতেজা বেগমকে রাজশাহী মেডিকেলে নিয়ে যেতে না পেরে নওগাঁ সদর হাসপাতালের ছারজিক্যাল বিভাগে ভর্তি করেছেন স্বজনরা। সহায় সম্বলহীন দরিদ্র পরিবারের অগ্নিদগ্ধ খোতেজা বেগমকে বাচাতে সমাজের বিত্তবানদের সহযোগীতা কামনা করেছেন অগ্নিদদ্ধ বৃদ্ধার স্বামী ও স্বজনরা।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।