ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন : সাতক্ষীরা জেলার স্থগিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এ সময় জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন নব-নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, কে ভোট দিয়েছে, কে ভোট দেয়নি সেটা আসল কথা নয়। জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন এটাই বড় কথা। তাই সেবার মন মানষিকতা নিয়ে কাজ করতে হবে। সততা ও নিষ্ঠার সাথে ভালবাসা দিয়ে কাজ করলে আগামীতে ভোট চাইতে হবেনা জনগণ ভালবেসে ভোট দেবে। স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ.এন.এম মঈনুল ইসলাম। জেলার ৫টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শপথ বাক্য পাঠ করেন দেবহাটা উপজেলার ০২নং পারুলিয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, কলারোয়া উপজেলার ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. আসলামুল আলম, একই উপজেলার ০৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ও তালা উপজেলার ৪ নং কুমিরা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম। শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান শেখ ফিরোজ আহমেদ স্বপন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ আহমেদ ও জেলা নির্বাচন অফিসার এ.এইচ.এম কামরুল ইসলাম প্রমুখ।
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …