ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন : সাতক্ষীরা জেলার স্থগিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এ সময় জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন নব-নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, কে ভোট দিয়েছে, কে ভোট দেয়নি সেটা আসল কথা নয়। জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন এটাই বড় কথা। তাই সেবার মন মানষিকতা নিয়ে কাজ করতে হবে। সততা ও নিষ্ঠার সাথে ভালবাসা দিয়ে কাজ করলে আগামীতে ভোট চাইতে হবেনা জনগণ ভালবেসে ভোট দেবে। স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ.এন.এম মঈনুল ইসলাম। জেলার ৫টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শপথ বাক্য পাঠ করেন দেবহাটা উপজেলার ০২নং পারুলিয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, কলারোয়া উপজেলার ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. আসলামুল আলম, একই উপজেলার ০৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ও তালা উপজেলার ৪ নং কুমিরা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম। শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান শেখ ফিরোজ আহমেদ স্বপন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ আহমেদ ও জেলা নির্বাচন অফিসার এ.এইচ.এম কামরুল ইসলাম প্রমুখ।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …