প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিল আর নেই

ক্রাইমবার্তা রিপোট:প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল আর নেই (ইন্না লিল্লাহি … রাজিউন)।  মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর গুলশান-২ এর হোটেল সামদাদো রেস্তোরাঁ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে থানায় নিয়ে গেছে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির সংবাদ মাধ্যমগুলোকে বলেছেন, ‘শাকিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’16

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘গুলশান-২ নম্বরের ৩৫ নম্বর রোডের ২৭ নম্বর বাড়িতে সামদাদো জাপানিজ কুইজিন নামের রেস্তোরাঁর এর একটি কক্ষে তিনি ছিলেন। মঙ্গলবার সকাল থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল কর্মকর্তারা কক্ষটিতে গিয়ে শাকিলের মরদেহ দেখতে পান।

পরে তার মৃতদেহ ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার স্ত্রী পেশায় আইনজীবী। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে।

গত মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী (মিডিয়া) ও উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন ছাত্রলীগের এক সময়ের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি শাকিল।

২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর তাকে বিশেষ সহকারী হিসেবে সঙ্গে রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Check Also

যুক্তরাজ্যের প্রেস মিনিস্টার হলেন আকবর হোসেন

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিবিসির সাংবাদিক আকবর হোসেন মজুমদার। রোববার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।