ক্রাইমবার্তা রিপোট: রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে ওই কলেজের একাদশ শ্রেণির মেধাবী অসচ্ছল ৬ ছাত্রকে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ চত্ত্বরে আয়োজিত এ বিতরণী অনুষ্ঠানে অতিথি থেকে সাইকেল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বড়ইয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরউজ্জামান। এ সময় উপাধ্যক্ষ গাজি জসিম উদ্দিন, সহকারী অধ্যাপক আব্দুল করিম, ফিরোজ আলম শরীফ, প্রভাষক আমিনুল ইসলাম, জহিরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, কেএম সোহরাপ হোসেন, হাবিবুর রহমান, শ্যামল চন্দ্র পাল, মোস্তফা কামাল, অসীম সিকদার ও রেজাউল ইসলাম রাসেল প্রমুখসহ সাংবাদিক, স্থানীয় সুধীজন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিতরণকালে বড়ইয়া ডিগ্রি কলেজে অধ্যক্ষ উপজেলা চেয়ারম্যান মনিরউজ্জমান বলেন, বড়ইয়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণির ছাত্র হানিফ সিকদার, মোঃ মিল্টন, মোঃ বাবুল, তৌহিদুল ইসলাম, হাসান হাওলদার ও মোঃ সোলায়মানকে বাই সাইকেল প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে দূরবর্তী সকল ছাত্রদেরকে কলেজের পক্ষ থেকে বাই সাইকেল দেয়া হবে। এভাবে মেধাবী অসচ্ছল ছাত্রদের সহযোগীতার জন্য সমাজের সকলকেই এগিয়ে আসার আহবান জানান তিনি। সাইকেল পেয়ে বড়ইয়া ডিগ্রি কলেজের ছাত্র হানিফ সিকদার, মোঃ মিল্টন ও সোলায়মান জানান, তাদের বাড়ি কলেজ থেকে অনেক দূরে হওয়ায় অনেক কষ্ট করে কলেজে আসতে হতো। এখন সাইকেলে করে কলেজে আসতে পারবো ভেবে অনেক আনন্দ লাগছে। তারা কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
Check Also
আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …