১৬ ডিসেম্বর মহান বিজয় ২০১৬ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের নানা কর্মসূচী গ্রহন।

ক্রাইমবার্তা রিপোট:নাজমুল আলম মুন্না, সাতক্ষীরা। মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল সোনালী দিন। ১৬ ডিসেম্বর, ১৯৭১ বিশ্বের মানচিত্রে সৃষ্ট হয় সার্বভৌম বাংলাদেশের, যা বাঙ্গালি জাতীকে এনে দেয় আত্মপরিচয়ের ঠিকানা ও বাঙ্গালির অহংকারের দিন। এই মহান বিজয়ের দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা এবং স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহিদদের, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থকসহ সকল স্তরের জনগণকে-যাদের অসামান্য অবদান ও মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভূমি লাল-সবুজের বাংলাদেশ। সেইসব বীর সেনাদেরকে শ্রদ্ধায় এবং স্মরনে সাতক্ষীরা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। ১৫ ডিসেম্বর সকাল ৯ টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীদের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, ১৫ ডিসেম্বর বেলা ২.৩০ মিনিটে শিশু একাডেমীতে লোকনৃত্য, দেশাত্ববোধক সংগীত ও সকল শ্রেনীর প্রতিবন্ধী শিশুদের ছবি আঁকা প্রতিযোগিতা, ১৬ ডিসেম্বর প্রত্যুসে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি,আধা-সরকারি, বেসরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট,বাসভবন ও অন্যান্য সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, ১৫ ও ১৬ ডিসেম্বর নারিকেলতলা মোড় হতে ইটাগাছা কেষ্ট ময়রার মোড় এবং খুলনা রোড মোড় হতে নিউ মার্কেট মোড়সহ প্রধান প্রধান সড়ক দ্বীপসমূহে জাতীয় পতাকাসহ বিভিন্ন পতাকা দ্বারা সজ্জিতকরণ, ১৬ ডিসেম্বর সকাল ৮.১৫ মিনিটে সাতক্ষীরা স্টেডিয়ামে ক) জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় পতাকা উত্তোলন। খ) শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাতের জন্য মোনাজাত। গ) পুলিশ, 22বিএনসিসি, আনসার, কারারক্ষী, রোভার স্কাউট, স্কাউট, গার্লস গাইড, শহরের অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ের বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শণী, সকাল ১০ টায় রক্তদান কর্মসূচী, সকাল ১০.১৫ মিনিটে শহীদ আব্দুর রাজ্জাকের মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন, সকাল ১০.৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমীতে মহান বিজয় দিবস ২০১৬ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভা, বেলা ১.৩০ মিনিটে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠান সমূহে উন্নতমানের খাবার সরবরাহ, জুম্মার নামাজ অন্তে কালেক্টরেট মসজিদসহ সকল মসজিদে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে জনমত সৃষ্টির জন্য আলোচনা ও জাতীর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে আলোচনা এবং মুক্তিযুদ্ধে শহীদ, আত্মদানকারী, যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ মোনাজাত, বেলা ২ টায় সাতক্ষীরা পৌর দিঘীতে সাাঁতার প্রতিযোগিতা ও হাঁসধরা প্রতিযোগিতা, সুবিধামত সময়ে সকল মন্দির,গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে জনমত সৃষ্টির জন্য আলোচনা ও জাতীর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে আলোচনা এবং মুক্তিযুদ্ধে শহীদ, আত্মদানকারী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ প্রার্থনা, বেলা ৩ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা, বেলা ৩.৩০ মিনিটে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা ও ক্রীড়া অনুষ্ঠান, বেলা ৪.৩০ মিনিটে সাতক্ষীরা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভা একাদশ এর মধ্যে সৌখিন ফুটবল প্রতিযোগিতা, ৪.৩০ মিনিটে সাতক্ষীরা টেনিস মাঠে বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা, ১৫ ও ১৭ ডিসেম্বর প্রতিদিন সন্ধায় শহীদ কাজল স্মরণী, খুলনা রোড মোড়, শহীদ সিরাজ স্মরণী, নিউ মার্কেট মোড়, শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, ১৫ ও ১৬ ডিসেম্বর সন্ধায় গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পকলা একাডেমী, অন্যান্য স্থাপনাসমূহে আলোজসজ্জা এবং ১৬ ডিসেম্বর সন্ধা ৬ টায় জেলা শিল্পকলা একাডেমীতে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সুবিধামত সময়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহান বিজয় দিবস ২০১৬ উপলক্ষ্যে জেলা প্রশাসন সাতক্ষীরার সকল কর্মসূচীতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সরকারি কর্মকর্তাদের বিশেষভাবে অনুরোধ করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসন।

Check Also

আশাশুনিতে ফারইস্ট ইসলামী লাইফের ব্যবসা পর্যালোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি)সাতক্ষীরা।।আশাশুনিতে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবসা পর্যালোচনা ও কর্মী সভা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।