খালেদার প্রথম প্রস্তাবনা রাষ্ট্রপতি গ্রহণ করেছেন : মোশাররফ

ক্রাইমবার্তা রিপোট:নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম প্রস্তাবনাই রাষ্ট্রপতি গ্রহণ করেছেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার সন্ধ্যায় রাজধানী ইঞ্জিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।25

খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি নেত্রীর ১৩ দফা প্রস্তাবনার মধ্যে প্রথম প্রস্তাবনা রাষ্ট্রপতি গ্রহণ করে দেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন। আমরা প্রত্যাশা করি, উদ্যোগটি আন্তরিক, কার্যকর ও কল্যাণকর হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সরানো প্রসঙ্গে তিনি বলেন, সরকারকে বলতে চাই, লাশের উপর হস্তক্ষেপ করবেন না। এর ফলাফল ভবিষ্যতে ভালো হবে না। কবরে হাত দিলে, আগুনের ভিতরে হাত দিবেন। ওই হাত আগুনে পুড়ে ছাড়খার হয়ে যাবে।

শহীদ জিয়ার কবরে হাত দিলে কেউ বসে থাকবে না বলেও সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

স্বৈরাচার পতন দিবস প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, এরশাদ ও শেখ হাসিনা দুই স্বৈরাচার মিলে দেশে ফ্যাসিবাদি সরকার প্রতিষ্ঠিত করেছেন। যার ফলে দেশে সংকট ও ক্লান্তিকাল অতিক্রম করছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভুইয়া, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সস্পাদক ফজলুল হক মিলন প্রমুখ বক্তব্যে রাখেন।

Check Also

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।