বর্ষসেরা ব্যক্তিত্ব ট্রাম্প

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ম্যাগাজিনটি এই ঘোষণা দেয়।

বর্ষসেরা ব্যক্তিত্ব ট্রাম্প

প্রতিবছর ডিসেম্বরে টাইম ম্যাগাজিন বর্ষসেরা ব্যক্তির নাম প্রকাশ করে। সেরা ব্যক্তিত্ব নির্বাচনে পাঠকদের ভোট দেওয়ার আহ্বান জানালেও শেষ পর্যন্ত টাইম কর্তৃপক্ষই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে।টাইমের ৯০তম বর্ষসেরা ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলোচিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারিকে পরাজিত করে অপ্রত্যাশিত বিজয়ের কারণেই ট্রাম্পকে এবার বর্ষসেরা ব্যক্তি হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছে টাইম ম্যাগাজিন।টাইমের ব্যবস্থাপনা সম্পাদক ন্যান্সি গিবস বলেছেন, তালিকায় দ্বিতীয় নম্বরে ছিলেন হিলারি ক্লিনটন। ট্রাম্পের সোজাসাপ্টা কথার জন্যই তাকে সেরা ব্যক্তি হিসেবে নির্বাচিত করা হয়েছে। ট্রাম্প আমেরিকার রাজনীতির নিয়মের চিত্রটি নতুন করে এঁকেছেন।বুধবার টাইম ম্যাগাজিনের এ ঘোষণার পর যুক্তরাষ্ট্রের এনবিসি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, এটা তার জন্য অনেক সম্মানের। এটা তার কাছে অনেক কিছু।

 

 

 

Check Also

মার্কিন কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিলো চীন

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের বিভিন্ন বিষয়ে ‘খারাপ আচরণ’ করায় মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।