ক্রাইমবার্তা রিপোট:পূর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের দুধমুখী খালের বাদামতলা এলাকায় বুধবার সকালে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ শামসু বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। এ সময়ে ১১টি আগ্নেয়াস্ত্র ও ২২৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলো সামসু বাহিনীর সদস্য আল আমিন (৪৫) ও হোসেন মোল্লা (৩০)।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে র্যাব-৮ এর একটি দল বুধবার সকালে সুন্দরবনের দুধমুখী খালের বাদামতলা এলাকায় অভিযান শুরু করে। সুন্দরবনের বনদস্যুরা র্যাবের উপর গুলি বর্ষন শুরু করে। এ সময়ে র্যাবও পাল্টা গুলি শুরু করে। প্রায় ঘন্টা ব্যাপী গোলাগুলির একপর্যায়ে বনদস্যুরা বনের গহীনে পালিয়ে গেলে র্যাবের সদস্যরা সেখানে অভিযান শুরু করে।
এ সময়ে বনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১১ টি আগ্নেয়াস্ত্র ও ২২৭ রাউন্ড গুলি এবং দুই বনদস্যুর লাশ উদ্ধার করে। পরে স্থানীয় জেলেরা নিহত দুইজনকে আল আমিন ও হোসেন মোল্লা নামের বনদস্যু বলে সনাক্ত করে।