ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:ফাইনালে যাওয়ার লড়াই। জমজমাট একটি ম্যাচ দেখার আশায় ছিলেন হয়তো দর্শকরা। কিন্তু মিরপুরে আজ উত্তাপহীন এক ম্যাচে খুলনা টাইটান্সকে পরাজিত করে ফাইনালে পৌছে গেল রাজশাহী কিংস।
বিজয়ী দল ফাইনালে যাবে, তাই আজকের ম্যাচটি কার্যত পরিণত হয় সেমিফাইনালে। কিন্তু ফাইনালে যাওয়ার পরপর দুটো সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হলো খুলনা। অন্যদিকে ডাবল বাঁধা টপকে ঠিকই ফাইনালে গেল রাজশাহী।
মিরপুরে আজ টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং দৈন্যতার ধারাবাহিকতা থেকে বের হতে পারেনি মাহমুদউল্লার দল। রাজশাহীর বোলাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুলনার সংগ্রহ ৯ উইকেটে ১২৫। সর্বো্চ্চ ৩২ রান করেন আরিফুল হক। রাজশাহীর বাহাতি স্পিনার সামিত প্যাটেল নিয়েছেন ১৯ রানে ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ৬৭ রানে ৩ উইকেট হারালেও সাব্বির রহমান ও জেমস ফ্রাঙ্কলিনের অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটিতে জয় নিশ্চত করে পদ্মাপাড়ের দলটি। সাব্বির ৪৩ ও ফ্রাঙ্কলিন ৩০ রানে অপরাজিত থাকেন।
আগামী শুক্রবার ফাইনালে ঢাকার মুখোমুখী হবে রাজশাহী কিংস।