একই শাড়িতে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

ক্রাইমবার্তা  রিপোট:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একই শাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে স্বামী এবং স্ত্রী। এরা হলো উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পাল পাড়ার মিঠুন চন্দ্র পাল (২২) ও তার স্ত্রী বিউটি চন্দ্র পাল (২০)।  1

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ইব্রাহীম ইউনিয়নের কুমারপাড়া থেকে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, ১ বছর পূর্বে উপজেলার ইব্রাহিমপুর পাল পাড়ার নরেশ চন্দ্র পালের ছেলে মিঠুন চন্দ্র পালের জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের নয়হাটি গ্রামের রতন চন্দ্র পালের মেয়ে বিউটি চন্দ্র পালের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক অস্বচ্ছতার কারণে প্রায়ই স্বামী স্ত্রীর ঝগড়া হতো। প্রায় আট মাস আগে তারা ভারতের ত্রিপুরায় চলে যান। ১৫-২০ দিন আগে দেশে ফিরে আসেন।

গতকাল বুধবার সন্ধ্যায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী নিজেদের ঘরে ঘুমাতে যায়। আজ সকালে বিউটির শাশুড়ি বিনা রানী পাল ঘুম থেকে জাগিয়ে তুলতে দরজায় ধাক্কা দেন। কিন্তু ঘরের ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পাওয়া আশপাশের লোকজনকে খবর দেয়। পরে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ঘরে তাদের ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে নবীনগর থানার পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মিঠুনের মা বিনা রানী পাল বলেন, ‘আমার ছেলে মিঠুন ভারতের ত্রিপুরায় একটি সেলুনে কাজ করত। তার স্ত্রী বিউটি সেখানে অন্যের বাড়িতে কাজ করত। কয়েক দিন আগে তারা দেশে আসে। তারা আত্মহত্যা করবে, তা কোনো দিন চিন্তাও করিনি।’

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ বলেন, দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। তবে পারিবারিক অস্বচ্ছতার কারনেই তারা আত্মহত্যা করতে পারে।

Check Also

যশোরে মধুমেলার জায়গা বরাদ্দ নিয়ে বিএনপির দুগ্রুপের হাতাহাতি

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত’র ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী ‘মধুমেলা’র জায়গা ও ইভেন্ট বরাদ্দের উন্মুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।