ক্রাইমবার্তা ডেস্ক রিপোট:জয়ললিতার অসুস্থতা ও মৃত্যুর খবরে শোকে ৭৭ জন মারা গেছেন বলে এক বিবৃতিতে দাবি করেছে এআইএডিএমকে।
ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিক জয়রাম জয়ললিতা গত সোমবার রাতে মারা গেছেন। তামিলদের কাছে ‘আম্মা’ হিসেবে পরিচিত এই নেত্রীর অসুস্থতা ও মৃত্যুশোকে এখন পর্যন্ত ৭৭ জনের মৃত্যুর দাবি করেছে তাঁর দল এআইএডিএমকে।
স্থানীয় সময় বুধবার এআইএডিএমকের পক্ষ থেকে এক বিবৃতিতে এই দাবি করা হয়। দলটির পক্ষ থেকে বলা হয়, শোকে মৃত ব্যক্তিদের পরিবারকে সর্বসাকল্যে তিন লাখ রুপি অনুদান দেওয়া হবে।
বিবৃতিতে জানানো হয়, জয়ললিতার মৃত্যুর খবর শুনে শোকে আত্মহত্যার চেষ্টা করেন দলীয় এক নেতা। এ ছাড়া আরো এক ব্যক্তি তাঁর নিজের আঙুল কেটে ফেলেন। এ দুজনকে মোট ৫০ হাজার রুপি দেওয়া হবে। বাকি অর্থ মৃত ৭৭ জনের পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
বিবৃতিতে মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
গত রোববার সন্ধ্যায় জয়ললিতার হৃদযন্ত্র বিকল হয়ে যায়। পরে অবস্থা সংকটাপন্ন হলে তাঁকে লাইফসাপোর্টে রাখা হয়। পরের দিন সোমবার রাত ১১টার দিকে মৃত্যু হয় তাঁর।
জয়ললিতার বয়স হয়েছিল ৬৮ বছর। তাঁর মৃত্যুর পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন ও পান্নিরসিলভাম।