ক্রাইমবার্তা রিপোট:জি,এম মিঠন, নওগাঁ জেলা প্রতিনিধিঃনওগাঁয় শহীদ সামাদের মৃত্যুবাষির্কী উপলক্ষে স্মরনসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় একুশে পরিষদ নওগাঁ’র আয়োজনে সদর উপজেলার হাপানিয়া শহীদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। শহীদ আব্দুস সামাদের বাবার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক হাপানিয়া ইউনিয়নের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল জলিল সরদার, কমান্ডার মঈনুদ্দীন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল জলিল মন্ডল, বীরমুক্তিযোদ্ধা আক্কাস আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, একুশে পরিষদ নওগাঁর সাধারণ সম্পাদক এমএম রাসেল, সহ অর্থ বিষয়ক সম্পাদক আনন্দ সরকার, আমিনুল ইসলাম, আলাউদ্দিন, শিক্ষক মহসীনা বেগম প্রমুখ। সভার শুরুতে শহীদ সামাদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।#
নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশদের র্যাংক ব্যাচ প্রদান
জি,এম মিঠন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় সিনিয়র সহকারী পুলিশ সুপার হতে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত ইয়াছিন আলী’কে অতিরিক্ত পুলিশ সুপার পদে র্যাংক ব্যাচ পরিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের ‘মাসিক কল্যাণ সভা’য় এ ব্যাচ পরিয়ে দেয়া হয়। এসময় পুলিশ সুপার মোজাম্মেল হক, বিপিএম, পিপিএমের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক ও রকিবুল আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল সামিউল ইসলাম, সহকারি পুলিশ সুপার মহাদবেপুর (মান্দা) সার্কেল আব্দুর রাজ্জাক খান সহ জেলা পুলিশের সকল স্তরের অফিসার, ফোর্স ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও এসআই (নিঃ) হতে ইন্সপেক্টর (নিঃ) পদে পদোন্নতি প্রাপ্ত চার জন এসআই (নিঃ) আনোয়ার হোসেন, আলী রেজা, অর্পন কুমার দাস ও সিদ্দিকুর রহমানকে র্যাংক ব্যাচ পরিয়ে দেয়া হয়।
নওগাঁয় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
জি,এম মিঠন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চোখের ছানী অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার ড্যান্স একাডেমীর উদ্যোগে খঞ্জনপুর মিশন হেলথ্ সার্ভিস এর পরিচালনায় ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় ড্যান্স একাডেমীর সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন। ২৭০ জন রোগী কে চক্ষু চিকিৎসা ও ৩৫ জন রোগীকে বিনামূল্যে ছানী অপারেশন করা হয়।