ইমপিচ হলেন দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাইকে ইমপিচ করতে ভোট দিয়েছে দেশটির সংসদ।

শুক্রবারের এ ভোটে তার ইমপিচমেন্টের পক্ষে ভোট পড়েছে ২৩৪ এবং বিপক্ষে পড়েছে ৫৬ ভোট।

পার্কের নামে দুর্নীতির অভিযোগ ওঠার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে হাজার হাজার সাধারণ নাগরিক রাস্তায় নেমে তাকে ক্ষমতা থেকে অপসারণের দাবি জানান।

পার্কের ক্ষমতাকে ব্যবহার করে তার বিশ্বস্ত সহযোগী চই সুন সিল বিভিন্ন বিষয়ে প্রভাব খাটিয়েছেন এবং অর্থ উপার্জন করেছেন বলে অভিযোগ ওঠেছে।

দুর্নীতিতে পার্কের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বলেও আদালতে উল্লেখ করা হয়েছে। তবে পার্ক বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছেন। পদত্যাগ করবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন পার্ক।

এর আগে পার্ক বলেছিলেন পার্লামেন্টের সিদ্ধান্তই তিনি মেনে নেবেন। তাকে ক্ষমতা থেকে সরাতে পার্লামেন্টকেই সঠিক পথ বের করার আহ্বান জানিয়েছিলেন তিনি। সেসময় চইয়ের সঙ্গে তার সখ্যতার জন্য জনগণের কাছে ক্ষমা চান পার্ক। চই সরকারি কোনো পদে না থেকেও পার্কের নাম ব্যবহার করে ফায়দা লুটেছেন।

প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেছিলেন পার্ক গুয়েন। কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠায় পুরো মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা হারাতে হচ্ছে তাকে।

এ ভোটের মাধ্যমে তিনি আপাতত ক্ষমতা হারালেও এর চূড়ান্ত নিষ্পত্তি হবে ৯ সদস্যের সাংবিধানিক আদালতে। এ জন্য ছয় মাস সময় লেগে যেতে পারে। সেখানে যদি সংসদের সিদ্ধান্ত বহাল থাকে তাহলেও তিনি চূড়ান্তভাবে ক্ষমতাচ্যুত হবেন। এরপর তিনিই হবেন দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক যুগের প্রথম প্রেসিডেন্ট যাকে পদচ্যুত করা হলো।

সূত্র: বিবিসি

Check Also

সিরিয়ায় সংঘর্ষে আসাদপন্থি গোষ্ঠীর ৩৪০ সদস্য নিহত

সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি আলাউইত সম্প্রদায়ের ৩৪০ জনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।