ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:কুমার সাঙ্গাকারার শেষ সময়ের চমকে বিপিএলের ফাইনালে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে ঢাকা ডায়নামাইটস। টসে হেরে ব্যাট করতে নেমে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৫৯ রান।
সাঙ্গাকারা ৩৩ বলে ৩৬ রান করেন। তবে দলের সর্বোচ্চ ৪৫ রান করেন লুইস। তিনি করেছিলেন ৪৫ রান।
এর আগে চতুর্থ আসরের ফাইনালে টস জিতে ঢাকা ডায়নামাইটসকে প্রথমে ব্যাটিং করার সুযোগ দেয় রাজশাহী কিংস। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হয় ফাইনালটি।
ঢাকা ডায়নামাইটস একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী মারুফ, এভিন লুইস, কুমার সাঙ্গাকারা, নাসির হোসেন, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, আলাউদ্দিন বাবু, সানজামুল ইসলাম, আবু জায়েদ ও মোসাদ্দেক হোসেন সৈকত।
রাজশাহী কিংস একাদশ : ড্যারেন স্যামি (অধিনায়ক), মোমিনুল হক, নুরুল হাসান, আফিফ হোসেন, সাব্বির রহমান, জেমস ফ্রাঙ্কলিন, সামিত প্যাটেল, মেহেদি হাসান মিরাজ, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম ও কেসরিক উইলিয়ামস।