ক্রাইমবার্তা রিপোট:আলমগীর হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি :মায়েনমারে সন্ত্রাসী বৌদ্ধ সেনাবাহিনী রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার নির্যাতন একের পর এক চালিয়ে যাচ্ছে। আরাকান মুসলিমদের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করে তৌহিদি জনতা। বিক্ষোভ মিছিলটি জুমাবাদ লক্ষ্মীপুর মারকাজ মসজিদ চত্ত্বর থেকে শুরু করে শহরের ]প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশে জন সমুদ্রে রূপান্তরিত হয়। উক্ত প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে মুসলিম তৌহিদি জনতার উদ্দেশ্য বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার সভাপতি আনা রাবি ক্যাপ্টটেন ইব্রাহিম তিনি বলেন ,বিশ্ব মুসলিম ঐক্য গড় ,রোহিঙ্গা মুসলমানদের কান্না , চল চল মিয়ানমার চল , রোহিঙ্গা মুসলিমদের রক্ষা কর , সইতে আমরা চাইনা রোহিঙ্গা মুসলমানদের রক্ষা কর। আমাদের প্রতিবেশি রাষ্ট্র মিয়ানমারে অসহায় রোহিঙ্গা মুসলিমদের নির্বিচারে গণহত্যা, শিশুহত্যা ,নারীদের ধর্ষণ, ঘর, বাড়ি জ্বালিয়ে দিয়ে লুট-পাট করে বৌদ্ধ জঙ্গি সেনাবাহিনী।
সভাপতি আরো বলেন আন্তজার্তিকভাবে মায়েনমারে সেনাবাহিনী ও প্রধান মন্ত্রী অং সাং সূচীকে চাপ সৃষ্টি করে মুসলিম হত্যা বন্ধ করা। হাজার হাজার বছর ধরে মুসলিমদের মায়েনমারে বসবাস করে আসছে। ২৫ লক্ষ রোহিঙ্গাদের নাগকিত্ব দিয়ে তাদের আবাস ভূমি পূনরায় দেশে প্রত্যাবর্তন করা।
রোহিঙ্গা মুসলিমদের অধ্যূষিত অঞ্চল গুলোতে মানবিক বিপর্যয় রোধে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা। আন্তজার্তিক আদালতে রোহিঙ্গা-মুসলিমদেও গণহত্যা, শিশুহত্যা , নারী নির্যাতন এবং নৃশংস-নির্মম জুলুম অত্যাচারের বিচারের দাবী তোলেন এই নেতা। এ সময় আরো বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলনে নেতা সাইফুল ইসলাম কর্মীরা।
Check Also
আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …