ক্রাইমবার্তা রিপোট:শ্যামনগর ব্যুরো :শ্যামনগরে ডিআরআরএ প্রশিক্ষণ কক্ষে শ্যামনগর ইউনিয়ন ও নুরনগর ইউনিয়নের প্রাক প্রাথমিক শিক্ষকদের নিয়ে প্রাক-প্রাথমিক শিক্ষকদের একিভূত শিক্ষা ব্যবস্থাপনার উপর ৩ দিনের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। আজ ১০ ডিসেম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন। উদ্বোধনী বক্তব্য তিনি বলেন,একিভুত শিক্ষা ব্যবস্থা হচ্ছে সেই শিক্ষা ব্যবস্থা যেখানে শিশুদের চাহিদা ভিত্তিক শিক্ষা উপকরন ও শ্রেনী কক্ষের পরিবেশ থাকবে,প্রাক-প্রাথমিক শিক্ষদের উদ্দেশ্য বলেন,প্রাক-প্রাথমিক শ্রেনীতে অধ্যায়নরত প্রতিবন্ধী শিশুদের ধরন ও তাদের শিক্ষার চাহিদা বিশ্লেষন ও সেই অনুযায়ী শিশুদের পাঠদানের উপযোগীস দক্ষতা অর্জন করতে হবে।প্রশিক্ষন উদ্ধোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহিরাজ হোসেন প্রজেক্ট কো-অর্ডিনেটর নিড বেইস্ড ইনক্লুসিভ এডুকেশন ফর চিলড্রেন উইথ ডিজএ্যাবলিটি প্রজেক্ট। সাতক্ষীরা জেলার ডিআরআরএ এর উর্ধত্বন কর্মকর্তা জি,এম,আনজির হোসেন তিনি ডিআরআরএ এর কার্যক্রম সর্¤úকে বর্ণনা করেন। প্রাক-প্রাথমিক শিক্ষকদের একিভূত শিক্ষা ও শিশু ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষনটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া,ডেপুটি ম্যানেজার ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং ও মোঃ নিজাম উদ্দিন ম্যানেজার (কিউ-এ) ডিআরআরএ ঢাকা।উক্ত অনুষ্ঠানে এস,এম,এ রকিব, পিসি, আরপি৪২, সিরাজুল ইসলাম পিসি,রেড প্রজেক্ট,আনোয়ারুল ইসলাম ,পিসি এলডিডিপি প্রজেক্ট ফিজিও থেরাপিস্ট আসাদুজ্জাান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্যামনগরে প্রতিবন্ধী শিশুদের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
শ্যামনগর ব্যুরো :
শ্যামনগরের প্রতিবন্ধী শিশুদের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত ১০ ডিসেম্বর ডিআরআরএ’র অফিসে এলডিডিপি প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনায় দুপুর ২.০০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত প্রতিবন্ধী শিশুদের জন্য মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেওয়া হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের, থেরাপি সেবা, বিভিন্ন প্রশিক্ষন, শিক্ষা সহায়তা উপকরন প্রদান ও খিচুনি রোগের ঔষধ প্রদান সহ বিভিন্ন সেবা প্রদান করো হয়। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন মনরোগ বিশেষজ্ঞ ডা: সৈয়দ মাহবুবে কিবরিয়া এবং শিশুরোগ বিশেষজ্ঞ ডা: এন এল দাশ। ডিআরআরএ’র তালিকাভুক্ত প্রতিবন্ধী শিশুসহ প্রায় শতাধিক সেবাপ্রার্থী বিশেষজ্ঞ চিকিৎসকদ্বয়ের ব্যবস্থাপত্র নেন। ক্যাম্প ব্যবস্থাপনার সার্বিক দায়িত্ব পালন করেন আনোয়ারুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক, এলডিডিপি। তাঁর সহযোগীতায় ছিলেন মো: আসাদুজ্জামান, ফিজিওথেরাপিস্ট; প্রতাপ কুমার পাল, মো: আসাদুল হক, মনোয়ারা খাতুন, মুর্শিদা খাতুন প্রমুখ।